‘‌এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি’‌, শরদ পাওয়ারের বাড়িতে হামলা নিয়ে টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুক্রবার মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ারের বাসভবনে হামলা করা হয়েছে। ইট ছুঁড়ে বাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

Must read

শুক্রবার মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ারের বাসভবনে হামলা করা হয়েছে। ইট ছুঁড়ে বাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। মহারাষ্ট্র স্টেট ট্রান্সপোর্টের কর্মীরা শরদ পাওয়ারের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বলেই অভিযোগ। তাঁদের ঘেরাওয়ের মধ্যে পড়ে যান শরদ পাওয়ারের কন্যা তথা সাংসদ সুপ্রিয়া সুলে।

আরও পড়ুন-পেট্রোপণ্যের অগ্নিমূল্যের প্রতিবাদে দক্ষিণ হাওড়ার মিছিলে রাজ্যপালকে তোপ তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের

এছাড়া বিক্ষোভকারীরা সাংসদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এই ঘটনায় এবার নিজের টুইটার হ্যান্ডেলে প্রতিবাদ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মহারাষ্ট্রের উপ–মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এই ঘটনাকে গোয়েন্দাদের ব্যর্থতা বলে জানিয়েছেন।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন, ‘‌আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। ভারতের একজন প্রবীণ জনপ্রতিনিধির বাড়িতে হামলা হয়েছে। আমি স্বাগত জানাচ্ছি মহারাষ্ট্রের প্রশাসনের বিবৃতিকে। যেখানে কড়া পদক্ষেপ করতে বলা হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে।’‌

আরও পড়ুন-অন্নপূর্ণা পুজো উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

প্রসঙ্গত মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ পাতিল জানিয়েছেন, ‘‌আমি ইতিমধ্যেই পুলিশ কমিশনারকে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছি। যারা এই ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি।’‌

 

Latest article