শত্রুঘ্নর সমর্থনে আসানসোলে রোড শো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

Must read

দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে আসানসোলে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শো-এ জনসুনামি। ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার (Shatrughna Sinha) হয়ে রোড শো করছেন অভিষেক। শনিবার, বিকেলে আসানসোল (Asansole) দ্য গ্র্যান্ড হোটেল থেকে গির্জা মোড় পর্যন্ত রোড শো। মিছিলে অভিষেক, শত্রুঘ্ন সিনহা, তাঁর স্ত্রী ছাড়াও-রয়েছেন ওই এলাকার তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলররা। রোড শো-তে জনজোয়ার। তৃণমূলের ফ্ল্যাগ, পোস্টার নিয়ে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের যোগ দিয়েছেন। শুধু তৃণমূলের (Trinamool Congress) নেতা-কর্মী-সমর্থকরাই নন, স্থানীয়রাও পা মিলিয়েছেন এই রোড শো-তে। অভিষেককে দেখার, তাঁর কথা শোনার জন্য রাস্তার দুধারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে স্থানীয়রা।

আসানসোলে শত্রুঘ্ন সিনহাকে সামনে রেখেই এখানে লড়াই করছে তৃণমূলের। বিপরীতে বিজেপি (BJP) প্রার্থী অগ্নিমিত্রা পাল। আর বামেদের হয়ে লড়ছেন সিপিআইএম (CPIM) নেতা পার্থ মুখোপাধ্যায়। তবে, দলীয় প্রার্থীর জয়ের বিষয়ে এক প্রকার নিশ্চিত তৃণমূল।

কিন্তু তা বলে প্রচারে ঢিলে দিতে রাজি নয় শাসকদল। সেই কারণেই প্রচারে নেমেছেন স্বয়ং তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার, বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থীর হয়ে রোড শো করেন অভিষেক। জনবিস্ফোরণ দেখা দেয় সেখানে। পরে পথসভা থেকে বিজেপি-কে ধুয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন তিনি কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে তৃণমূলের নেতা-কর্মীরা।

Latest article