মুম্বই, ১৬ এপ্রিল : মুম্বইয়ের যে এমন হাল হবে, সেটা তিনি আগেই বুঝতে পেরেছিলেন। দাবি করলেন শ্যেন ওয়াটসন। কখন বুঝতে পেরেছিলেন সেটা? ওয়াটসন বললেন, নিলামের সময়েই। তিনি নিজে এখন দিল্লির সহকারী কোচ। ওয়াটসনের দাবি, আইপিএল নিলামে বেহিসাবী মনোভাব দেখিয়েছে মুম্বই। ঈশান কিসানের পিছনে ১৫.২৫ কোটি খরচ করে বসেছে।
আরও পড়ুন-নেতৃত্বের পরীক্ষায় হার্দিক-জাদেজা
তিনি জানাচ্ছেন, ঈশান খুব প্রতিবাবান। কিন্তু তাই বলে ১৫ কোটি বাড়াবাড়ি হয়েছে! এর সঙ্গে যে প্লেয়ারের এবার খেলার কোনও সম্ভাবনা নেই, তাঁকেও বিশাল দামে কিনেছে। ওয়াটসন ইংল্যান্ডের জোফ্রা আর্চারের দিকে ইঙ্গিত করেছেন। যিনি চোটের জন্য অনেকদিন খেলার বাইরে। ওয়াটসনের দাবি, ঈশান ও জোফ্রার জন্য অনেক খরচ করতে গিয়ে বাজেট শেষ হয়ে গিয়েছিল মুম্বইয়ের। তারা আর সেভাবে প্লেয়ার নিতে পারেনি। তার ফলই এখন ভুগতে হচ্ছে মুম্বইকে। আর এমন যে কিছু ঘটতে পারে, সেটা আগেই আন্দাজ করেছিলেন ওয়াটসন।
আরও পড়ুন-‘বিশ্বাস করুন আমাদের, আমাদের উপর ভরসা রাখুন’, কালীঘাটে পুজো দিয়ে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের
এবারের আইপিএলে মুম্বই মোটেও ভাল করতে পারছে না। প্রথম ছ’টি ম্যাচে তারা জয়ের মুখ দেখেনি। এই দলের প্রধান দুই তারকা রোহিত শর্মা ও জসপ্রীত বুমরা ছন্দে নেই। রোহিত রান না পাওয়ার ফলে প্রথম পাঁচটি ম্যাচে মুম্বইয়ের ব্যাটিং ভাল হয়নি। বুমরা ভাল বল না করায় সমস্যায় পড়েছে মুম্বইয়ের বোলিং। ব্যাটিংয়ে একমাত্র সূর্যকুমার যাদব নজর কাড়ছেন। কিন্তু ১৫.২৫ কোটির ঈশান এখনও নিজের নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারেননি। সমস্যা এখানেই।