কেকেআরেই মন ম্যাকালামের

ম্যাকালাম যদিও কোনও রাখঢাক না করেই জানাচ্ছেন, ইংল্যান্ডে যাওয়ার পরেও কেকেআরের পারফরম্যান্সের খোঁজখবর রাখবেন।

0
65

মুম্বই, ১৯ মে : লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারের পরেই কেকেআর শিবিরে অতীতে হয়ে গেলেন ব্রেন্ডন ম্যাকালাম। আইপিএলের কোচিং কেরিয়ার ছেড়ে নাইটদের কোচ এবার ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নিতে চলেছেন। স্বয়ং ম্যাকালাম যদিও কোনও রাখঢাক না করেই জানাচ্ছেন, ইংল্যান্ডে যাওয়ার পরেও কেকেআরের পারফরম্যান্সের খোঁজখবর রাখবেন। নজর থাকবে তরুণ নাইট রিঙ্কু সিংয়ের দিকেও।
লখনউয়ের বিরুদ্ধে হারের পর ম্যাকালাম বলেন, ‘‘আইপিএলে কোচিং করানোর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। টানা তিনটে বছর কেকেআরের কোচ ছিলাম। এবার নতুন দায়িত্ব নিয়ে ইংল্যান্ডে যাচ্ছি। কিন্তু কেকেআরের খেলার দিকে আমার নজর থাকবে। আমি নিশ্চিত, শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এই দলটা সামনের দিকে এগিয়ে যাবে। আগামী বছর এই দলটাই সবাইকে চমকে দেবে।’’

আরও পড়ুন-‘খিদেটা আছে, যেদিন থাকবে না সেদিন আর খেলব না’, এটাই জীবনের সেরা সময় আমার: বিরাট

তরুণ তুর্কি রিঙ্কুর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ম্যাকালাম। লখনউয়ের বিরুদ্ধে রিঙ্কু যখন ক্রিজে আসেন, তখন জেতার জয় মাত্র ১৯ বলে ৬১ রান দরকার ছিল কেকেআরের। ওই পরিস্থিতিতে, ১৫ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন রিঙ্কু।
ম্যাকালামের বক্তব্য, ‘‘রিঙ্কুর দিকেও নজর থাকবে। ও এমন একজন ক্রিকেটার, যাকে আগামী অনেকগুলো বছর দল রাখতে চাইবে। রিঙ্কু আগামী দিনে আরও ভাল খেলবে। আরও বড় ক্রিকেটার হয়ে উঠবে। কারণ মিডল অর্ডারে নেমে শুরু থেকেই বড় শট খেলার সহজাত দক্ষতা খুব বেশি ব্যাটারের থাকে না।’’