সংবাদদাতা, ঝাড়গ্রাম : জঙ্গলমহলের ৩৫ বছরের ক্যানসার-আক্রান্ত মুমূর্ষু যুবককে কলকাতার এসএসকেএমে নিয়ে এসে ভর্তি করলেন বন ও ক্রেতাসুরক্ষা প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। শুধু ভর্তি নয়, নিজেই টাকা খরচ করে রোগীর আত্মীয়দের কলকাতায় থাকা-খাওয়ার ব্যবস্থাও করে দিলেন। কিনে দিলেন ওষুধপত্রও। লালগড়ের রামগড় মেটালশোল গ্রামের ওই যুবকের নাম শম্ভুনাথ মুর্মু (Shambhunath Murmu) (৩৫)। বৃহস্পতিবার ওঁকে এসএসকেএমের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। লালগড় থেকে মন্ত্রীর কথা মতো সাহায্য করেন বিনপুর-১ নম্বর ব্লকের যুব তৃণমূল সহসভাপতি সুদীপ্ত মাহাতো ও ছাত্রনেতা রবীন্দ্রনাথ করন। দু বছর আগে শম্ভুনাথের (Shambhunath Murmu) পেটে ব্যথা শুরু হয়। ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ছিলেন। একটু ঠিক হওয়ার পর তাঁকে পরামর্শ দেওয়া হয় কলকাতায় গিয়ে বড় ডাক্তার দেখানোর। দিনমজুর শম্ভুনাথের পক্ষে সম্ভব হয়নি। ঝাড়গ্রামের বিধায়ক তথা মন্ত্রী বীরবাহা এলাকায় জনসংযোগ যাত্রায় গিয়ে শম্ভুনাথের খবর পান। পেয়েই ওঁর চিকিৎসার ব্যবস্থা করেন। জানা গিয়েছে, শম্ভুনাথ তৃণমূল কংগ্রেসের সারসবেদিয়া বুথের বুথ সভাপতি।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রকল্পের কাজে বাড়ল গতি, ১ বছরে ৪৫৮ মৌজায় জল