মুম্বই : রোহিত শর্মা, জসপ্রীত বুমরাদের টেস্ট ম্যাচের মহড়ায় নামার দিনই আয়ারল্যান্ড উড়ে গেলেন হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। হার্দিকের (Hardik Pandya) নেতৃত্বাধীন ভারতীয় টি-২০ দল সেখানে দুই ম্যাচের সিরিজ খেলবে। ২৬ এবং ২৮ জুন সিরিজের দু’টি টি-২০ ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ শেষে আয়ারল্যান্ডগামী ক্রিকেটারদের তিন দিনের ছুটি দিয়েছিল বিসিসিআই। বৃহস্পতিবার হার্দিক, যুজবেন্দ্র চাহালরা মুম্বইয়ে একত্রিত হন। সেখান থেকেই ডাবলিন রওনা হল ভারতীয় টি-২০ দল। মুম্বইয়ের হোটেলে ওঠার পর ছবিও পোস্ট করেন ক্রিকেটাররা।
আরও পড়ুন: বিরাট নিয়ে সরব কপিল: ‘ব্যাটে রান না পেলে লোকে কথা বলবেই’
চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন সূর্যকুমার যাদব। আইপিএলে চোট পাওয়ায় দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারেননি মুম্বইয়ের এই দাপুটে ডান-হাতি ব্যাটার। তবে সূর্য এখন সম্পূর্ণ ফিট। মাঠে নামার জন্য মুখিয়ে আছেন তিনি। ভারতীয় দলে নিজেকে প্রমাণের আরও একটা সুযোগ পাচ্ছেন সঞ্জু স্যামসন। আয়ারল্যান্ড সিরিজ সঞ্জুর কাছে বড় পরীক্ষা। নতুন মুখ হিসেবে ভারতীয় টি-২০ দলে সুযোগ পেয়েছেন রাহুল ত্রিপাঠী। এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ধারাবাহিকভাবে রান করেছেন ত্রিপাঠী। নির্বাচকরা তারই পুরস্কার দিয়েছেন মহারাষ্ট্রের তরুণকে।