নয়াদিল্লি : এবার বিজেপির (BJP) নয়া টার্গেট ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সমাজকর্মী মেধা পাটেকর (Indian Social Activist Medha Patkar)। ধারাবাহিকভাবে সমাজকর্মী, মানবাধিকার কর্মীদের হেনস্থা করে চলেছে মোদি সরকার। যুক্তিনিষ্ঠ প্রতিবাদী স্বরে বেজায় অস্বস্তি বোধ করে গেরুয়া শিবির। একের পর এক সমাজকর্মীদের হয়রানি সেই প্রতিক্রিয়ারই নমুনা। যা দেখে অনেকেই বলছেন, সমাজসেবার সংজ্ঞা ও চরিত্রটাই বদলে দিতে চাইছে সাম্প্রদায়িক শক্তি বিজেপি। গুজরাত দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের হয়ে লড়াই চালানো সমাজকর্মী তিস্তা শীতলাবাদের ঠাঁই হয়েছে গুজরাতের জেলে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতে তাদের কাজ বন্ধ করেছে। এদেশে সংস্থার প্রাক্তন প্রধান আকার প্যাটেলের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ১০ কোটি টাকার নোটিশ পাঠিয়েছে। এবার মধ্যপ্রদেশ পুলিশ সমাজকর্মী এবং ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের নেত্রী মেধা পাটেকর (Indian Social Activist Medha Patkar) এবং আরও ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আদিবাসী শিশুদের শিক্ষার জন্য সংগৃহীত প্রায় ১৩ কোটি টাকা অপব্যবহারের অভিযোগ এনে মামলা দায়ের হয়েছে। অভিযোগকারীর বক্তব্য, নর্মদা নবনির্মাণ অভিযান ট্রাস্টের সংগৃহীত অর্থ দেশবিরোধী কার্যকলাপে ব্যবহৃত হচ্ছে। বারওয়ানি জেলায় ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় মেধাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মেধা পাটেকর নর্মদা নবনির্মাণ অভিযান ট্রাস্টের অন্যতম ট্রাস্টি। তিনি এই অভিযোগ সম্পর্কে বলেছেন, আমাদের কাছে আর্থিক অবস্থা সম্পর্কিত প্রতিটি প্রশ্নের জন্য অডিট রিপোর্ট রয়েছে। প্রকৃতপক্ষে, আমরা দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে মামলা জিতেছি। কারণ আমরা বিদেশি অর্থ গ্রহণ করি না এবং সবসময়ই আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি অডিট করি৷ এমনকী ভবিষ্যতেও, আমরা উত্তর দিতে থাকব এবং প্রমাণ দিয়ে দেব। অভিযোগকারী এবিভিপির সদস্য এবং আরএসএসের সঙ্গে যুক্ত। ফলে বোঝাই যায় উদ্দেশ্যটা কী! পাটেকর বলেছেন, আমরা মানুষের জীবিকা নির্বাহে সহায়তা করার জন্য অর্থ ব্যবহার করেছি আর তা চালিয়েও যাব। অতীতেও আমাদের বিরুদ্ধে আগেও এই ধরনের অভিযোগ আনা হয়েছিল। প্রতিটি অভিযোগের জবাব দিতে আমরা প্রস্তুত।
আরও পড়ুন: গণতন্ত্রের সংজ্ঞাটাই বদলে দিল ওরা