ব্রোঞ্জের অশোকস্তম্ভ

Must read

বর্তমান সংসদ ভবনের অদূরেই তৈরি হচ্ছে নতুন সংসদ ভবন। সেই সংসদ ভবনের মাথায় বসছে জাতীয় প্রতীক অশোকস্তম্ভ (Bronze- Ashoka Stambh)। সোমবার তার আবরণ উন্মোচন করা হয়। ৬.৫ মিটার দীর্ঘ এই অশোকস্তম্ভ নির্মাণে ব্যবহার করা হয়েছে ৯৫০০ কেজি ব্রোঞ্জ। যে ইস্পাতের কাঠামোর উপর অশোকস্তম্ভটি বসানো হচ্ছে তার ওজন প্রায় সাড়ে ৬ হাজার কেজি। জানা গিয়েছে, অশোকস্তম্ভটি তৈরির জন্য ৮টি স্তরে প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথমে কম্পিউটারে তৈরি করা হয় গ্রাফিক ইমেজ। তারপর সেই ইমেজ দেখে তৈরি করা হয় মাটির মডেল। সেই মডেল থেকেই তৈরি করা হয়েছে ব্রোঞ্জের (Bronze- Ashoka Stambh) মডেল। উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছে নতুন সংসদ ভবন নির্মাণের কাজ। মনে করা হচ্ছে, সংসদের শীতকালীন অধিবেশনের আগেই নতুন সংসদ ভবন তৈরির কাজ শেষ হয়ে যাবে।

আরও পড়ুন: বিজেপির টার্গেট এবার মেধা পাটেকর

Latest article