পোর্ট অফ স্পেন, ২৬ জুলাই : প্রথম দু’ম্যাচ জেতার সুবাদে সিরিজে ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে ভারত। বুধবার জিতলেই নতুন ইতিহাস গড়বেন শিখর ধাওয়ানরা। আজ পর্যন্ত কোনও ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে একদিনের সিরিজ জিততে পারেনি। কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদের মতো সফল অধিনায়করা যা পারেননি, সেটাই করে দেখানোর দারুণ সুযোগ নেতা ধাওয়ানের সামনে।
আরও পড়ুন-ভবিষ্যৎ নিয়ে ক্লাবের সঙ্গে বৈঠক রোনাল্ডোর, উপস্থিত ছিলেন ফার্গুসনও
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ৯টি একদিনের সিরিজ খেলে পাঁচটিতে জিতেছে ভারত। তবে কোনওটাই ক্লিন সুইপ করে নয়। ২০১৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাটের নেতৃত্বে ২-০ ব্যবধানে একদিনের সিরিজ জিতেছিল ভারতীয় দল। তবে তিন ম্যাচের সিরিজের প্রথমটি বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল।
আরও পড়ুন-বাংলাকে ট্রফি দিতে চান লক্ষ্মী
এদিকে, শেষ ম্যাচে ভারতীয় দলে কোনও কোনও পরিবর্তন হয় কি না, তা নিয়েও কৌতূহল তুঙ্গে। তবে সিরিজ জয় নিশ্চিত করে ফেললেও, কোচ রাহুল দ্রাবিড় দল নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটবেন না বলেই ভারতীয় শিবিরের খবর। প্রথম দু’টি ম্যাচেই রান পেয়েছেন ওপেনার শুভমান গিল। তাই ঈশান কিসান ও ঋতুরাজ গায়কোয়াড়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হতে চলেছে। তাছাড়া মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসনরা রানের মধ্যে রয়েছেন। সূর্যকুমার যাদব প্রথম দু’ম্যাচে রান না পেলেও, তাঁকে বসানোর কথা ভাবছে না টিম ম্যানেজমেন্ট। একইভাবে দীপক হুডা যেটুকু সুযোগ পেয়েছেন মোটামুটি কাজে লাগিয়েছেন।
আরও পড়ুন-এ পি জে আব্দুল কালাম এর মৃত্যুবার্ষিকীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য
অন্যদিকে, চোটের জন্য সিরিজের প্রথম দু’টি ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। সূত্রের খবর, বুধবারের ম্যাচেও জাদেজা খেলছেন না। কারণ আগের ম্যাচেই অক্ষর প্যাটেলের ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর তাঁকে বসানো অসম্ভব। একমাত্র লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে বসিয়ে জাদেজাকে খেলানো হতে পারে। তবে সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
আরও পড়ুন-রামধনু কীভাবে সৃষ্টি হয়?
তবে শেষ ম্যাচে ভারতীয় দলে একটাই পরিবর্তন হতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে কুঁচকিতে চোট পেয়েছিলেন বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। তিনি এখন ফিট। মঙ্গলবার নেটে দীর্ঘক্ষণ বোলিংও করেছেন। বুধবার আবেশ খানের বদলে অর্শদীপকে খেলানোর একটা জোরালো সম্ভাবনা রয়েছে।