আদিবাসীদের সম্মান, অধিকার অব্যাহত থাকবে: বিশ্ব আদিবাসী দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর

Must read

আজ ৯ অগাস্ট, বিশ্ব আদিবাসী দিবস (International Day of the world’s Indigenous People)৷ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে আদিবাসীদের অবদান অনস্বীকার্য৷ তাঁদের অবদানকে স্বীকৃতি দিতেই ৯ অগাস্ট দিনটিকে বেছে নেওয়া হয়েছে৷ বিশ্ব আদিবাসী দিবসে শুভেচ্ছা বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)।

আরও পড়ুন: বাংলার বকেয়া মেটানোর দাবি সুদীপের

আদিবাসী দিবস (International Day of the world’s Indigenous People) উদযাপনের ডাক দিয়ে টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আসুন আমরা সকল আদিবাসী সম্প্রদায়কে সমাজ ও পরিবেশে তাদের যে অমূল্য অবদান রয়েছে তা স্বীকার করি এবং সমর্থন করি। পশ্চিমবঙ্গ সরকার সর্বদা শিক্ষাশ্রী, জয় জোহর, চা সুন্দরী, লক্ষ্মীর ভাণ্ডার এবং আদিবাসী উন্নয়ন অধিদপ্তর তৈরির মতো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করেছে। তাদের সম্মান এবং তাদের অধিকার রক্ষা অব্যাহত থাকবে।”

 

প্রতি বছর ৯ অগাস্ট বিশ্ব আদিবাসী দিবস হিসেবে উদযাপন করা হয়। উল্লেখ্য, রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে বলা হয়, ৯ অগাস্ট দিনটিকে আদিবাসীদের দিন হিসেবে পালন করা হবে। ১৯৮২ সালে জেনেভায় রাষ্ট্রসংঘের আদিবাসীদের ওপর ওয়ার্কিং গ্রুপ দিনটিকে স্বীকৃতি দিয়েছিল। সিদ্ধান্ত হয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আদিবাসীরা এই দিনটিকে উপযাপন করতে পারবেন৷

Latest article