মেলবোর্ন: বিশ্বজুড়ে টি-২০ লিগের বাড়বাড়ন্তে আন্তর্জাতিক ক্রিকেট কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। একদিনের ক্রিকেট থেকে অসময়ে বেন স্টোকসের অবসরের পর খেলোয়াড় ধরে রাখার ক্ষেত্রে চ্যালেঞ্জের সামনে পড়েছে আইসিসি-ও। এই পরিস্থিতিতে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল (Ian Chappell)।
সিনিয়র চ্যাপেলের (Ian Chappell) কথায়, “আমার জীবদ্দশায় টেস্ট ক্রিকেট মরবে না, বেঁচে থাকবে। কিন্তু খেলবে কারা? এটাই সব থেকে বড় প্রশ্ন।” যোগ করেন, “যদি আপনার কাছে সেরা খেলোয়াড়রা না থাকে, তাহলে কি মানুষ দেখবে টেস্ট ক্রিকেট? উত্তর সম্ভবত হবে ‘না’। টেস্ট ক্রিকেট খুব ভাল একটা খেলা। কিন্তু খেলতে হবে ভালভাবে।”
আরও পড়ুন: কোভিডবিধি শিথিলের ইঙ্গিত, ইউএস ওপেনে জকোর খেলার সম্ভাবনা উজ্জ্বল
সংযুক্ত আরব আমিরশাহিতে টি-২০ লিগে খেলার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে ছাড়পত্র (এনওসি) চেয়েছেন ক্রিস লিন। একই সময়ে বিগ ব্যাশ লিগ চলবে বলে কেকেআরের প্রাক্তন তারকা ব্যাটারকে ছাড়পত্র নাও দিতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই প্রসঙ্গে চ্যাপেল বলেছেন, “আমি যদি লিনের জায়গায় থাকতাম তা হলে সিএ-কে আদালতে টেনে নিয়ে যেতাম। লিনের যদি সিএ-র সঙ্গে চুক্তিই না থাকে, তা হলে ওকে আটকানো হবে কেন? ওয়ার্ল্ড সিরিজের সময় এমনটা হয়নি। চুক্তি না থাকলে ক্রিকেটারকে আটকানো যায় না।”