সংবাদদাতা, হাওড়া : বেলুড় মঠে (Belur Math- Jagadhatri Puja) জগদ্ধাত্রী পুজোয় ভক্তদের ভিড় উপচে পড়ল। বুধবার বেলুড় মঠে প্রায় ৩০ হাজার ভক্তের সমাগম হয়। বেলুড় মঠের সারদাপীঠের তত্ব মন্দিরে মহাসমারোহে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। চল্লিশের দশকের শুরু থেকে বেলুড় মঠে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। ৮০ বছর অতিক্রান্ত হওয়া বেলুড় মঠে (Belur Math- Jagadhatri Puja) বৈদিক ও তান্ত্রিক মতের সংমিশ্রণে জগদ্ধাত্রী পুজো হয়। গত দুবছর কোভিডের কারণে জগদ্ধাত্রী পুজোয় বেলুড় মঠে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ থাকায় এবার ভক্তদের উৎসাহ আরও বেশি। দূরদূরান্ত থেকে অগণিত ভক্ত জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এদিন বেলুড় মঠে এসেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় দেবীর আবাহন ও অধিবাস অনুষ্ঠিত হয়। বুধবার ভোর থেকেই তিন প্রহরে সপ্তমী, অষ্টমী ও নবমী পুজো শুরু হয়।
আরও পড়ুন-সম্প্রীতির বার্তা জগদ্ধাত্রী পুজোয়