সংবাদদাতা, দুর্গাপুর : বামেদের হাতে তামুক খেয়েই যে রামেদের বাড়বাড়ন্ত, এতদিন প্রকাশ্যে স্বীকার না করলেও মঙ্গলবার এক দলীয় কর্মসূচিতে এসে হাটে হাঁড়ি ভেঙে দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এদিন দুর্গাপুরে দলীয় নেতা-কর্মীদের এক বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হন সৌমিত্র।
আরও পড়ুন-আহত ২ তৃণমূল কর্মী, পার্টি অফিস ভাঙল বিজেপি দুষ্কৃতীরা
পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের সমবায় নির্বাচনে বিজেপির সঙ্গে সিপিএমের আঁতাঁতকে খোলাখুলি সমর্থন জানিয়ে বলেন, ‘‘তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে যে কোনও দলের হাত ধরতে রাজি আছে বিজেপি। আগামী বছর পঞ্চায়েত নির্বাচন হবার কথা। তাতে নিচুস্তরে আসন সমঝোতাই শুধু নয়, সরাসরি বামেদের সঙ্গে জোট করতেও আপত্তি নেই গেরুয়া শিবিরের।’’ তাঁর দাবি, ‘‘মুখ্যমন্ত্রী তো সর্বদাই বিজেপি, কংগ্রেস ও বামেদের কটাক্ষ করে জগাই-মাধাই-গদাই বলে সম্বোধন করে থাকেন। সেক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনে যদি এই তিন দল হাত ধরাধরি করে ভোটে নামেই, সেক্ষেত্রে অসুবিধা কোথায়!’’
আরও পড়ুন-রাহুলের সঙ্গে হাঁটতে হাঁটতেই হৃদরোগে মৃত্যু মহারাষ্ট্রের কং নেতার
সৌমিত্রর এই বক্তব্যকে মোটেও গুরুত্ব দিতে চাননি তৃণমূল নেতা রমাপ্রসাদ হালদার। বলেন, ‘‘সৌমিত্র খান কি বিজেপির নীতিনির্ধারক নাকি যে উনি যা বলে দেবেন সেটাই গেরুয়া শিবির শিরোধার্য করে নেবে! আমরা তো আগেই বলেছি, বামেদের ভোটেই রামেরা পুষ্টিলাভ করেছে। সৌমিত্রবাবু তৃণমূলের সেই দাবিতেই সিলমোহর দিলেন মাত্র। তবে যে যাই জোট করুন, তৃণমূলের সঙ্গে রাজ্যের মানুষ আছেন, তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ সেই তৃণমূলকেই বিপুলভাবে বিজয়ী করে ক্ষমতায় ফিরিয়ে আনবেন। ২০২১ সালে বিধানসভা ভোটেও তো বিজেপি-সিপিএম গোপন আঁতাঁত করে বহু আসনে লড়াই করেছিল। মানুষ তাদের পুরোপুরি প্রত্যাখ্যান করেছে, এবারও তার অন্যথা হবে না।’’