লন্ডন: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের মেজাজ এবং সাম্প্রতিক বিতর্কে ক্ষুব্ধ তাঁর ক্লাব অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি (Unai Emery- Emiliano Martinez)। বিশ্বকাপ জয়ের পর থেকে একাধিক বিতর্কে জড়িয়ে পড়া এই গোলকিপারকে রাখতে চাইছেন না ভিলার কোচ। জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুললে মার্টিনেজকে বিক্রি করে দেওয়া হতে পারে।
সূত্রের খবর, মার্টিনেজের (Unai Emery- Emiliano Martinez) মেজাজ এবং আচরণ নিয়ে একেবারেই সন্তুষ্ট নন ভিলার কোচ এমেরি। বদমেজাজি লিওনেল মেসির সতীর্থকে তাই দলে রাখতে চান না তিনি। আর্জেন্টাইন গোলকিপারের পরিবর্তে কাতারে নজর কাড়া মরক্কোর গোলকিপার ইয়াসির বুনুকে সই করাতে চাইছেন এমেরি। বিশ্বকাপ জয়ের পর থেকে মার্টিনেজকে নিয়ে বিতর্ক থামছেই না। বিশ্বকাপে সেরা গোলকিপারের সোনার গ্লাভস পুরস্কার জিতে তাঁর অশ্লীল অঙ্গভঙ্গিই হোক বা পুতুলের মুখে কিলিয়ান এমবাপের মুখোশ পরানো, অথবা ফরাসি তারকাকে অসম্মান করে সতীর্থদের নিয়ে নীরবতা পালন— বিভিন্ন কারণে শিরোনামে এসেছেন মার্টিনেজ।
আরও পড়ুন-হাসপাতালে পেলের পাশে পুত্র-কন্যারা