প্রতিবেদন : বিদায়ী বছরে শেষ ম্যাচ জিতে নতুন বছরে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। তাতেও ওড়িশার বিরুদ্ধে মরশুমের দ্বিতীয় হার আটকানো যায়নি। কলকাতা থেকে কলিঙ্গ—ভুলের পুনরাবৃত্তির খেসারত দিয়ে আরও একবার ওড়িশার কাছে হেরেছে লাল-হলুদ বাহিনী। গোলকিপার শুভম সেনের পারফরম্যান্সে হতাশ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (East Bengal- Stephen Constantine)। রক্ষণ, মাঝমাঠের পারফরম্যান্সও খুশি করেনি সাহেব কোচকে। সেই সঙ্গে ওড়িশা ম্যাচে অঙ্কিতের অফসাইডে গোল বাতিলও মানতে পারছেন না লাল-হলুদ কোচ।
আরও পড়ুন-রোনাল্ডোর জন্য ছাঁটাই আবুবকর
ওড়িশা ম্যাচে হারের পর স্টিফেন (East Bengal- Stephen Constantine) ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘‘কিছু ব্যক্তিগত ভুলের খেসারত দিতে হয়েছে। কর্নার থেকে গোল আটকাতে ব্যর্থ হয় লালচুংনুঙ্গা। ওদের দ্বিতীয় গোলটা ফ্লুকে হয়েছে। বলটা ক্রস করতে গিয়ে গোলে ঢুকে যায়। ম্যাচ শেষ হওয়ার আগে আমরা গোল করলাম। কিন্তু অফসাইডে বাতিল হল। অথচ, টিভির লোকেরা জানাল, ওটা অনসাইড ছিল। ভাগ্য আমাদের সঙ্গ দেয়নি। তবে এটা ঠিক, আমাদের কিছু ব্যক্তিগত ভুলের খেসারত দিতে হল। এটা অনেক ম্যাচেই হয়েছে।’’
আইএসএলের প্রথম ছ’য়ে থাকা যে কঠিন মেনে নিয়ে স্টিফেন বললেন, ‘‘মরশুমের শুরুতেই বলেছিলাম, অলৌকিক কিছু না ঘটলে আমাদের সেরা ছয়ে থাকা কঠিন। এখনও ব্যাপারটা সেরকমই।’’ এদিকে, ম্যাচে গোলমেশিন ক্লেটন সিলভা চোট পেলেও তা গুরুতর নয়। চোট পেয়েছেন হিমাংশু জাংড়াও।