মেলবোর্ন, ২৫ জানুয়ারি : কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামে চ্যাম্পিয়ন হতে আর মাত্র একটা জয়ের দূরত্বে সানিয়া মির্জা (Sania Mirza)। বুধবার রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে পৌঁছে গেলেন সানিয়া। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর, সানিয়া-বোপান্না জুটি ৭-৬ (৭/৫), ৬-৭ (৫/৭), ১০-৬ গেমে হারিয়েছেন ব্রিটেনের নিল স্কুপস্কি ও আমেরিকার ডেসিরে ক্রাউজিককে। ম্যাচের নিষ্পত্তি হয়েছে সুপার টাইব্রেকে!
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ান ওপেনই সানিয়ার শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। কোয়ার্টার ফাইনালে ওয়াকওভার পেয়ে শেষ চারে উঠেছিলেন সানিয়ারা (Sania Mirza)। তবে এদিন তাঁদের কঠিন লড়াইয়ের মুখে ফেলেছিলেন স্কুপস্কি-ক্রাউজিক জুটি। ১ ঘণ্টা ৫২ মিনিটের টেনিস-যুদ্ধে সানিয়াদের রীতিমতো টক্কর দিয়েছেন তাঁরা। প্রথম দু’সেটের ফল ১-১ হওয়ায় ম্যাচ গড়িয়েছিল সুপার টাইব্রেকে। সেখানে প্রথম থেকেই এগিয়ে ছিলেন সানিয়ারা। মাঝে অবশ্য ব্যবধান কমিয়ে এনেছিলেন স্কুপস্কি-ক্রাউজিক জুটি। কিন্তু মোক্ষম সময়ে সানিয়ার একটি অনবদ্য ব্যাকহ্যান্ড রিটার্ন ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
আরও পড়ুন-বর্ষসেরা টি-২০ ক্রিকেটার সূর্য
এদিকে, কেরিয়ারের ২২তম গ্র্যান্ড স্ল্যাম খেতাবের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন নোভাক জকোভিচ। বুধবার রাশিয়ার আন্দ্রে রুবলেভকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে ছেলেদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন জকোভিচ। ম্যাচের ফল ৬-১, ৬-২, ৬-৪, জকোর পক্ষে। সেমিফাইনালে জকোভিচ খেলবেন আমেরিকার টমি পলের বিরুদ্ধে। দিনের অন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচে টমি ৭-৬(৮/৬), ৬-৩, ৫-৭, ৬-৪ সেটে আরেক মার্কিন খেলোয়াড় বেন শেলটনকে হারিয়ে সার্ব টেনিস তারকার মুখোমুখি হয়েছেন।
এদিন জেতার পর জকোভিচকে প্রশ্ন করা হয়েছিল প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে ওঠার স্মৃতি তাঁর মনে আছে কি না। জবাবে জকোভিচ বলেন, ‘‘২০০৭ সালে ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছিলাম। সেমিফাইনাল জিতলেও, ফাইনালে রজারের (ফেডেরার) কাছে হেরে গিয়েছিলাম।’’ এর পরেই আবেগপ্রবণ হয়ে পড়েন জকো। তিনি বলেন, ‘‘সবাই মিলে একবার রজারের জন্য হাততালি দিন। ও সত্যিই রাজা। অবসরের পর ও এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। কিন্তু টেনিস ওর অভাব বোধ করছে।’’