সংবাদদাতা, বারাসত : বাংলা আমার দ্বিতীয় বাড়ি। এখানকার সংস্কৃতি কৃষ্টি আমাকে উৎসাহিত করে। দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর কাছে সস্ত্রীক পুজো দিতে এসে রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) এমনই মন্তব্য করে। তিনি বলেন, স্বামী বিবেকানন্দকে উৎসর্গ করে বাংলায় আমি ঐক্য যাত্রা করব। বাংলার প্রতিটি মানুষকে বুঝতে আমি এই ঐক্যযাত্রা করব। সেই সঙ্গে তিনি রামকৃষ্ণ ও বিবেকানন্দের বন্দনাও করেন। পাশাপাশি তিনি বলেন তাঁর বাংলা শিক্ষার অনেক উন্নতি হয়েছে। সরস্বতী পুজোর দিন বাংলায় হাতেখড়ি দিয়ে বাংলা রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করে দিল্লি গিয়েছিলেন। রবিবার সকালে তিনি (Governor CV Ananda Bose) সস্ত্রীক আসেন দক্ষিণেশ্বর মন্দিরে। পুজো দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি জানান বাংলার অন্যতম তীর্থক্ষেত্র এই দক্ষিণেশ্বর এবং ঠাকুর রামকৃষ্ণের স্মৃতিবিজড়িত এই মন্দির। তাই এই মন্দিরে পুজো দিতে এসেছি। এদিন রাজ্যপাল যান মধ্য কলকাতার মাদার হাউসেও। সেখানে তিনি মিশনারি অব চ্যারিটির সন্নাসিনীদের সঙ্গে মিলিত হন। মাদার টেরেজা যে সেবা করেছেন আর্ত ও পীড়িতদের তা নজির হয়ে রয়েছে বলে তিনি মন্তব্য করেন। রাজ্যপালকে কাছে পেয়ে সন্নাসিনীরাও উৎসাহিত। তাঁরা রাজ্যপালকে মাদারের লেখা বই দেন।