নয়াদিল্লি : বাংলাকে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করার চেষ্টা করছে কেন্দ্র। বিজেপির কথায় বাংলার মানুষের প্রাপ্য বকেয়া আটকে রাখছে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক। শুক্রবার লোকসভায় অভিযোগ তুললেন তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট নিয়ে জবাবি ভাষণের সময় লোকসভা এবং রাজ্যসভায় বাংলার প্রাপ্য বকেয়া নিয়ে সোচ্চার হন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। দলের অভিযোগ, সংসদে দাঁড়িয়ে বাংলার বদনাম করার চেষ্টা করেছেন অর্থমন্ত্রী।
আরও পড়ুন-পরিশ্রমই এনে দিল সাফল্য
কোনওরকম পরিসংখ্যান ছাড়া একতরফাভাবে রাজ্যের বদনাম করে যান তিনি। যদিও তার মধ্যেও অর্থমন্ত্রী স্বীকার করে নিয়েছেন, রাজ্যের রয়েছে কয়েক হাজার কোটি টাকা বকেয়া। এরপরই কথা বলার জন্য এগিয়ে আসেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রীকে ভুল প্রমাণ করেন তিনি। হাত জোড় করে নির্মলা সীতারামনের দিকে এগিয়ে গিয়ে বলেন, এত পাশ কাটিয়ে না গিয়ে আমাকে বাংলার বঞ্চনা নিয়ে বলতে দিন। সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকদের বলেন, যে পর্যায়ে অর্থমন্ত্রীর যাওয়া শোভা পায় না তিনি সেই পর্যায়ে নেমে এসেছিলেন শুধুমাত্র বাংলাকে একতরফাভাবে আক্রমণ করার জন্য।
আরও পড়ুন-ক্যানসার রুখতে উদ্যোগ
লোকসভায় এদিন নির্মলা সীতারামন বাজেট নিয়ে আলোচনার জবাবি ভাষণে বিজেপি বিরোধী রাজ্যগুলোর বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে বলতে শুরু করেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনি বলেন, বারবার চিঠি দিয়ে আমাদের জানানো হচ্ছে বকেয়া অর্থের বিষয়। কিন্তু রাজ্যগুলো ক্লিয়ারেন্স সার্টিফিকেট না দিলে বকেয়া অনুমোদন করা হবে না। পশ্চিমবঙ্গ নিয়ম মানছে না। এরপরই সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পিকারের অনুমতি নিয়ে বলতে শুরু করেন। তিনি বলেন, এর আগে আমি দশজন সাংসদকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। আমাকে আশ্বস্ত করে তিনি বলেছিলেন রাজ্যের সমস্ত পাওনাগণ্ডা মিটিয়ে দেওয়া হবে। পরে রাজ্যের মন্ত্রী এসেও দেখা করেছিলেন। তারপরও আজ অর্থমন্ত্রী এসব কথা বলছেন কীভাবে? সুদীপ বন্দ্যোপাধ্যায় জানতে চান, এলআইসি পলিসি হোল্ডাররা যে অনিশ্চয়তায় ভুগছেন এর জবাব কে দেবে? সুদীপবাবুর সংযোজন, বঙ্গ বিজেপির কিছু নেতার কথায় কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার প্রতি এরকম আচরণ করছেন। তাঁদের উচিত আসল বিষয়টিকে খতিয়ে দেখা।
আরও পড়ুন-পাঁচ হাজার কোটি সাহায্য দিল রাজ্য
অন্যদিকে অর্থমন্ত্রীর উপস্থিতিতে এদিন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাজেটে বক্তব্য রাখেন সাংসদ শান্তনু সেন। তিনি জানতে চান বাংলার প্রতি অর্থমন্ত্রীর এই বিমাতৃসুলভ আচরণ কেন? তিনি তথ্য দিয়ে জিএসটি কমপেনশন সহ বিভিন্ন খাতে বাংলাকে কীভাবে বঞ্চনা করা হচ্ছে তা তুলে ধরেন। একশো দিনের কাজ, মিড ডে মিল, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, কৃষি সহ সর্বক্ষেত্রে কেন্দ্রীয় বাজেটের দুর্বল দিকগুলি তথ্য দিয়ে তুলে ধরেন তিনি। তাঁর পরামর্শ স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাকে অনুকরণ করা উচিত কেন্দ্রের।