প্রতিবেদন : অমান্য করার প্রবণতা আছেই, কিন্তু ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা যে আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে, তা স্পষ্ট হয়ে উঠেছে পথ নিরাপত্তা সপ্তাহের পরিসংখ্যানেই। দেখা যাচ্ছে, যানবাহন চালকদের মধ্যে নিয়ম-শৃঙ্খলা মেনে চলার ইচ্ছেটা জেগে উঠছে দ্রুত। ট্রাফিক আইনের ব্যাপারে গণচেতনা জাগানোর লক্ষ্যে পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছিল ৬ ফেব্রুয়ারি।
আরও পড়ুন-গরম পড়তেই বাড়ছে পক্স
১২ ফেব্রুয়ারি সমাপ্তির পরে ট্রাফিক পুলিশের তথ্য এবং পরিসংখ্যান বলছে, ২০২১-এর পথ নিরাপত্তা সপ্তাহের তুলনায় এবছরে পথ নিরাপত্তা সপ্তাহে ট্রাফিক আইন অমান্যের ঘটনা কমেছে অনেকটাই। গত বছরে ওই বিশেষ সপ্তাহে প্রতিদিন গড়ে জরিমানার চালান কাটা হয়েছিল গড়ে ১৪৭১টি। এবারে জরিমানা দৈনিক গড়ে ৯১২টি। গতবছর সবমিলিয়ে মামলার সংখ্যা দৈনিক গড়ে দাঁড়িয়েছিল ২৫০০টি। এবারে তাৎপর্যপূর্ণভাবে তা কমে গিয়েছে অনেকটাই। পথ নিরাপত্তা সপ্তাহে ট্রাফিক আইন ভাঙার অভিযোগে এবারে কেস হয়েছে মোট ১৩,৩৮২টি। এর মধ্যে ১৭৯২ জন চালককে অভিযুক্ত করা হয়েছে সিগন্যাল অমান্য করার জন্য। বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ৫৯৪টি। ‘নো পার্কিং’ অমান্য করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে ১৯৭৩টি ক্ষেত্রে।
আরও পড়ুন-কার্পেটশিল্পের ক্লাস্টার মালদহে
তবে দু’চাকার যানের চালক এবং আরোহীদের মধ্যে সচেতনতা আগের তুলনায় কিছুটা বেড়েছে বলে লক্ষ্য করেছে ট্রাফিক পুলিশ। কিন্তু অমান্যের প্রবণতা বন্ধ হয়নি পুরোপুরি। তার প্রমাণ, হেলমেট না পরার অভিযোগে পুলিশি পদক্ষেপের মুখোমুখি হয়েছেন ১০৬০ জন। ট্রিপল রাইডিংয়ের কারণে এক সপ্তাহে মামলা হয়েছে ৫৬২টি। অপ্রয়োজনে হর্ন বাজানো এবং দূষণ ছড়ানোর জন্য অভিযুক্ত হয়েছেন ২৯৩ জন চালক। তবু সব মিলিয়ে এটা স্পষ্ট, পথ নিরাপত্তা সপ্তাহ ট্রাফিক আইন মান্যতার প্রশ্নে অনেকটাই সচেতন করে তুলছে যানচালক এবং পথচারীদের।