সংবাদদাতা, ঝাড়গ্রাম : মহাদেব মন্দিরে পুজো দিয়ে দহিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বলরামপুর থেকে বুধবার জনসংযোগ শুরু করেন দিদির দূত বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)। হাতের তালুর মতো চেনা এলাকায় তিনি মন্ত্রী নন, একেবারেই ঘরের মেয়ে। দহিজুড়ি, বাঁদরবনি এলাকায় কেউ তাঁর মাসি, কেউ তাঁর মামি, কেউ দিদা। ঘরের মেয়েকে কাছে পেয়ে তাঁরা সকলেই এক নিঃশ্বাসে অনেক কিছুই বলতে চান মেয়েকে। মন্ত্রীও তাঁদের খোঁজখবর নিয়ে জেনে নিলেন কন্যাশ্রী, রূপশ্রী, সবুজশ্রী, সবুজসাথী, লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা ঠিকমতো পাচ্ছেন কিনা। তাঁকে ঘিরে জায়গায় জায়গায় মানুষের জটলা। দেখা করে কথা বলার আগে মানুষজনই ছুটে আসছেন সাঁওতালি ছবির নায়িকা ও মন্ত্রী বীরবাহার কাছে। তিনি বলেন, ‘যেখানেই গিয়েছি, মানুষজনের ভাল সাড়া পেয়েছি।’ মন্ত্রীর সঙ্গে ছিলেন বিনপুর ১ ব্লক তৃণমূল সভাপতি তারাচাঁদ হেমব্রম, অঞ্চল সভাপতি সঞ্জিত মাহাতরা। বলরামপুর শিব মন্দির, স্কুল-সহ গোটা এলাকায় ঘুরে শোনেন মানুষের কথা। গ্রামবাসীরা বলরামপুর স্কুলকে মাধ্যমিক স্তরে উন্নীত করার দাবি জানান। স্কুলের মিড-ডে মিল ঠিকমতো চলছে কিনা জেনে নেন মন্ত্রী। দহিজুড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে বসেন। দুপুরে কর্মীদের নিয়ে ফুলবেড়িয়ায় সারেন মধ্যাহ্নভোজ। এভাবে দিনভর এলাকার মানুষের পাশে থাকলেন জঙ্গলমহলের একমাত্র মন্ত্রী (Minister Birbaha Hansda)।
আরও পড়ুন: আবারও বাতিল ট্রেন, দুর্ভোগে পরীক্ষার্থী থেকে নিত্যযাত্রীরা