বাসেল, ২৬ মার্চ : পিভি সিন্ধু, লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্তদের মতো তারকাদের ব্যর্থতা ভুলিয়ে দিলেন সাত্ত্বিকসাইরাজ রানিরেড্ডি ও চিরাগ শেঠি (Satwiksairaj Rankireddy- Chirag Shetty)। বিশ্ব ক্রমতালিকায় ছ’নম্বরে থাকা ভারতীয় জুটি রবিবার সুইস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলস চ্যাম্পিয়ন হয়ে নজির গড়লেন। সুইস ওপেনের ৬৮ বছরের ইতিহাসে এই প্রথমবার কোনও ভারতীয় জুটি ডাবলস খেতাব জিতল।
গোটা টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা সাত্ত্বিক ও চিরাগ (Satwiksairaj Rankireddy- Chirag Shetty) খেতাবি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন চিনা জুটি রেন জিয়াং ইউ এবং তান কুইয়াংয়ের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২১-১৯, ২৪-২২ ফলে বাজিমাত করেন সাত্ত্বিকরা। ম্যাচ গড়িয়েছিল ৫৪ মিনিট। সরাসরি গেমে জিতলেও, রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে ভারতীয় জুটিকে।
প্রথম গেমে এক সময় ১৮-১৩ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন সাত্ত্বিকরা। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্রুত ১৮-১৯ করে ফেলেন চিনা জুটি। যদিও স্নায়ুচাপ ধরে রেখে শেষ পর্যন্ত গেম জিতে নেন সাত্ত্বিক-চিরাগ। দ্বিতীয় গেমও পেন্ডুলামের মতো একদিক থেকে অন্যদিকে দুলেছে। তবে শেষ হাসি হাসেন ভারতীয় জুটি। প্রসঙ্গত, চলতি বছরে এই প্রথমবার কোনও আন্তর্জাতিক খেতাব জিতলেন সাত্ত্বিক ও চিরাগ।
আরও পড়ুন: বিরাটের সঙ্গে ব্যাটিং ও নাচ উপভোগ করি, আরসিবির অনুষ্ঠান মাতিয়ে গেইল