সংবাদদাতা, হুগলি : নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কিন্তু এবার বুমেরাং হল বিজেপির। ‘চাকরি মাফিয়া’ অয়ন শীলের সঙ্গে বিজেপি’র যোগ প্রকাশ্যে এল। নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার হওয়া ওই ব্যক্তির আবাসনকে ভোটের কাজে ব্যবহার করেছিল বিজেপি। আর এর থেকেই প্রমাণ পাওয়া যাচ্ছে দুর্নীতি কাণ্ডে বিজেপি যোগ। অভিযোগ, গত লোকসভা নির্বাচনের সময় অয়নের আবাসনের একাধিক ফ্ল্যাটে বিজেপি’র ভিনরাজ্যের নেতৃত্বরা ছিলেন। তাঁরা সেখান থেকেই ভোট পরিচালনা করেন।
আরও পড়ুন-মিড ডে মিল নিয়ে কেন্দ্রের বক্তব্য একতরফা
পাশাপাশি, সেই ফ্ল্যাটগুলির জন্য কোনও ‘ভাড়া’ও মেটানো হয়নি। কারণ, সেগুলির সঙ্গে ‘লেনদেন’ যুক্ত ছিল বলেই অভিযোগ। জানা গিয়েছে, সেই লোকসভার প্রার্থী বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের নির্বাচনী কাজ পরিচালনা করতেন তাঁর এক দাদা। তাঁকেও বারবার সেই আবাসনে দেখা গিয়েছে। ফলে, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়নের সঙ্গে কেন্দ্রীয় শাসকদলের যোগও আর গোপন রইল না। লকেট অবশ্য বলেন, ভিনরাজ্যের একজন নেতা ভোটের কয়েকদিন আগে এসেছিলেন। আমি যেখানে থাকি তিনি সেখানকারই একটি ফ্ল্যাটে থাকতেন। সেগুলির সঙ্গে অয়ন শীলের কোনও যোগ নেই বলেই আমি জানি। সেসময় সুবীর নাগ জেলা সভাপতি ছিলেন। সুবীরবাবু অবশ্য স্বীকার করে নিয়েছেন যে ভোটের সময় অয়ন শীলের ফ্ল্যাট ব্যবহার হয়েছিল।
আরও পড়ুন-সিবিআইয়ের ভূমিকায় প্রশ্ন
তিনি বলেন, অয়ন শীল আমার পূর্ব পরিচিত। তার কোনও কাজের সঙ্গে আমি জড়িত নই। কিন্তু ভোটের সময় উনিই প্রস্তাব দিয়েছিলেন যে, ফ্ল্যাটগুলি যেন আমরা ব্যবহার করি। তাই কেন্দ্রীয় নেতাদের অয়নের ফ্ল্যাটে রাখা হয়েছিল। সেখানে অনেকেই যাতায়াত করতেন। তবে ভাড়া মেটানো হয়েছিল কি না, সেসব কথা এখন আর মনে নেই। তৃণমূল কংগ্রেসের নেতা তপন দাশগুপ্ত বলেন, আমি ইডির কাছে জানতে চাই, তাঁরা নিশ্চয়ই এসবেরও তদন্ত করবেন? মানুষও এসব জানতে চায়। কিন্তু আমার বিশ্বাস, এ নিয়ে তদন্ত হবে না।