হায়দরাবাদ, ১৭ মে : প্লে-অফের স্বপ্ন জিইয়ে রাখতে হলে শেষ দুটো ম্যাচ জিততেই হবে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Sunrisers Hyderabad vs RCB)। জিতলে ১২ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া বিরাট কোহলিদের শেষ চারে থাকার আশা বেঁচে থাকবে। কিন্তু হারলেই সব শেষ! অন্যদিকে, সানরাইজার্স আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তাই ভুবনেশ্বর কুমারদের নতুন করে হারানোর কিছু নেই।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অবশ্য আরসিবি শিবিরে আত্মবিশ্বাসের জোরালো হাওয়া বইছে। আগের ম্যাচেই রাজস্থান রয়্যালসকে বিধ্বস্ত করে বড় জয় পেয়েছেন বিরাটরা। হায়দরাবাদে পা রেখেই মহম্মদ সিরাজের নতুন বাড়ির গৃহপ্রবেশে উপস্থিত ছিলেন বিরাট-সহ গোটা আরসিবি দল। হায়দরাবাদের জুবিলি হিলসে নতুন বাংলো কিনেছেন সিরাজ। সতীর্থদের জন্য ঢালাও হায়দরাবাদি বিরিয়ানির আয়োজন করেছিলেন সিরাজ।
আরও পড়ুন-ঘুরে আসুন ভারকালা
এদিকে, হায়দরাবাদের (Sunrisers Hyderabad vs RCB) বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে ব্যাটিংই ভরসা আরসিবির। টপ অর্ডারের তিন ব্যাটার ফাফ ডুপ্লেসি, বিরাট এবং গ্লেন ম্যাক্সওয়েল দারুণ ফর্মে। অধিনায়ক ডুপ্লেসি ১২ ম্যাচে সাতটি হাফ সেঞ্চুরি-সহ মোট ৬৩১ রান করে এবারের আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। বিরাট ১২ ম্যাচে করেছেন ৪৩৮ রান। কিং কোহলির ব্যাট থেকে এসেছে হাফ ডজন হাফ সেঞ্চুরি। পিছিয়ে নেই ম্যাক্সওয়েলও। পাঁচটি হাফ সেঞ্চুরি-সহ তাঁর মোট রান ৩৮৪। তুলনামূলকভাবে বোলিং নিয়ে কিছুটা হলেও চিন্তা রয়েছে। সিরাজ (১৬ উইকেট) বল হাতে ছন্দে থাকলেও, বাকিরা সেভাবে ভরসা দিতে ব্যর্থ। তবে রাজস্থান ম্যাচে দারুণ বোলিং করেছিলেন বাঁ হাতি প্রোটিয়া পেসার ওয়েন পার্নেল। জয় পেতে তাই সিরাজ-পার্নেল জুটিতেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।