বিজেপির প্রতিবাদ মিছিলে বোমা, আহত তৃণমূলকর্মী, টুইটবার্তায় প্রতিবাদ কুণাল ঘোষের

ভূপতিনগর থানার পাউসি এলাকায় মিছিল পৌঁছতেই দুষ্কৃতী হামলা হয়। বোমাবাজির সঙ্গে গুলির শব্দও শোনা যায় বলে জানা গিয়েছে।

Must read

এগরার (Egra) ঘটনা নিয়ে প্রতিবাদ (protest) মিছিল (Rally) করছিল বিজেপি (BJP)। হঠাৎ করেই সেই মিছিলে বোমাবাজি (Bomb blast)। এদিনের মিছিলে ছিলেন ভগবানপুরের (Bhagabanpur) বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি-সহ বিজেপি নেতা ও কর্মীরা। ভূপতিনগর থানার পাউসি এলাকায় মিছিল পৌঁছতেই দুষ্কৃতী হামলা হয়। বোমাবাজির সঙ্গে গুলির শব্দও শোনা যায় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-অভিষেকের উদ্যোগে হচ্ছে শ্মশানঘাট

এই বিষয়ে টুইট করে প্রতিবাদ জানালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি লেখেন, ‘ভগবানপুরে বিজেপির মিছিল থেকে হামলা। আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর আড়াল থেকে বোমা, ইঁট মারে বিজেপি। তৃণমূল কর্মীরা বাধা দিলে মানুষ লক্ষ্য করে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী।’

 

Latest article