গতকাল কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও ঝড়বৃষ্টি (thunderstorm) হয়নি। গতকাল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ গতকাল ছিল ৮৮ শতাংশ, সর্বনিম্ন ৬৪ শতাংশ।
আরও পড়ুন-মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা প্রৌঢ়ের
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ আংশিক মেঘলা থাকবে। আজ বৃহস্পতিবার কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে। শহরে আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতায় ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আরও পড়ুন-হুগলির আমের কদর ভিনরাজ্যে, রফতানি বিদেশেও
আগামিকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা। কলকাতা ও আশেপাশের অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির মত হতে পারে।