প্যারিস, ১ জুন : যাবতীয় জল্পনার অবসান। দু’বছরের সম্পর্ক চুকিয়ে চলতি মরশুম শেষ হলেই পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার কোনও রাখঢাক না করেই জানিয়ে দিলেন কোচ ক্রিস্টোফ গালতিয়ের। শনিবার রাতে ঘরের মাঠে ক্লেমেন্তের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলবে পিএসজি। সেটাই ফরাসি ক্লাবের জার্সিতে মেসির শেষ ম্যাচ।
আরও পড়ুন-দিল্লিতে মাটির নিচে মহাভারতের যুগের ধ্বংসাবশেষ! দাবি এএসআইয়ের
মিডিয়ার মুখোমুখি হবে গালতিয়ের বলেন, ‘‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সৌভাগ্য আমার হয়েছে। শনিবার ঘরের মাঠে শেষ ম্যাচ খেলবে লিও। আশা করি, সমর্থকরা উষ্ণ অভ্যর্থনায় ওর বিদায়লগ্নকে স্মরণীয় করে রাখবেন।’’ পিএসজি কোচ আরও বলেন, ‘‘লিও দলের গুরুত্বপূর্ণ সদস্য। প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা দিয়েছে। কোনও ধরনের সমালোচনা বা বিদ্রুপ ওর প্রাপ্য নয়। দলের স্বার্থে সব সময় এগিয়ে এসেছে। আদর্শ টিমম্যান।’’
আরও পড়ুন-ভয়ঙ্কর অনাহার, মৃত্যু হল শতাধিক শিশুর, গৃহযুদ্ধে রক্তাক্ত সুদানে দুর্ভিক্ষের হাহাকার
২০২০ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পা রেখেছিলেন মেসি। প্রথম মরশুমটা ভাল কাটলেও, সমস্যা শুরু হয় দ্বিতীয় মরশুম থেকে। গত কয়েকটি ম্যাচে তো ঘরের মাঠে পিএসজি সমর্থকদের বিদ্রুপের শিকার হয়েছিলেন মেসি। অবশেষে ফরাসি ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন তিনি।
মেসি যে পিএসজি ছাড়ছেন, সেটা গত কয়েক মাস আগেই দিনের আলোর মতোই স্পষ্ট হয়ে গিয়েছিল। এবার নতুন মরশুমে মেসির নতুন ঠিকানা কী হবে, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আর্জেন্টাইন মহাতারকাকে পাওয়ার দৌড়ে রয়েছে পুরনো ক্লাব বার্সেলোনা, মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামি এবং সৌদি ক্লাব আল হিলাল।
আরও পড়ুন-জঙ্গলে মিতিন মাসির জোরদার অভিযান
বার্সা মেসিকে আন্তরিকভাবে চাইলেও, সৌদি ক্লাবের বিশাল অঙ্কের প্রস্তাব ভাবাচ্ছে মেসি বাবা তথা এজেন্ট জর্জকে। এদিকে, স্প্যানিশ মিডিয়ার খবর, চুক্তি করার জন্য বার্সাকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মেসি।