ডায়মন্ড হারবারে (Diamond Harbour) ৯ বছরের উন্নয়নের খতিয়ান পেশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘যদি একটা পাতা, একটা কাগজ প্রকাশ করতে পারে, আমি রাজনীতির আঙিনায় পা রাখব না’, ‘নিঃশব্দ বিপ্লবে’র বর্ষপূর্তিতে বিজেপিকে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-শনিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর
২০১৪ সালে প্রথম এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন অভিষেক। গত ৯ বছরে এলাকার উন্নয়নকে কী কী কাজ করেছেন? আজ ফলতা বিডি গ্রাউন্ডে একটি বই প্রকাশ করলেন তিনি। অভিষেক এদিন বলেন ‘ভারতবর্ষের কোনও সাংসদ দেখাতে পারবেন না, প্রতিবছর যে নির্বাচন থাকুন বা না থাকুন, পুস্তিকার প্রকাশ করে সে কী কাজ করেছে তার হিসেব দেয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী যত বড় বড় তাবড় নেতারা রয়েছেন, তাঁরা নিজেদের সংসদীয় এলাকা থেকে একটা বই প্রকাশ করেনি’। সঙ্গে বিরোধীদের ‘অনুরোধ’, ‘ক্ষমতা থাকলে আপনারা আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন’।
আরও পড়ুন-পশ্চিমবঙ্গের দাবি মেনে ‘মিড ডে মিল’ নিয়ে নয়া পরিকল্পনা কেন্দ্রের, বদলাচ্ছে মেনু
এদিন অভিষেক বলেন, ‘আমি ডায়মন্ড হারবারের জন্য কী করেছি তা প্রকাশ করেছি ৪০০ পাতার পুস্তিকার আকারে। বিজেপিকে বলব ডায়মন্ড হারবারের জন্য কী করেছে তার একপাতা খতিয়ান প্রকাশ করে দেখাও। তথ্য পরিসংখ্যান দিয়ে লড়াই করুন। ৭১২৯২ ব্যবধানে প্রথমবার জিতেছিলাম। ২০১৯-এর আগে মোদি এসে প্রচার করে বলে অভিষেক জিতবে না। ৩২২০০০-এর ব্যবধানে সেবার জিতি।’
আরও পড়ুন-স্বস্তির বৃষ্টি আসতে চলেছে কলকাতায়
এদিন ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের করা কাজের খতিয়ান প্রকাশ করে তিনি বলেন, ‘সর্ববৃহদ জলপ্রকল্প হচ্ছে ডায়মন্ড হারবারে। আমি নিজে গিয়ে দফায় দফায় কাজ পরিদর্শন করেছি। সাড়ে ৩ হাজার কোটি টাকার কাজ করেছি সাংসদ এলাকার জন্য। আমতায় বাস টার্মিনাস রয়েছে। ১২লক্ষ মানুষের মুখে কোভি.ড কালে খাবার তুলে দিয়েছি। আমরা কোভিডকালে রেকর্ড ৫০ হাজার টেস্ট করেছি। ফুটবল ক্লাব একবছরের মধ্যে কলকাতা লিগে খেলছে।’
আরও পড়ুন-মরশুমের প্রথম ইলিশ, দাম শুনেই চক্ষু চড়কগাছ
এদিন তিনি ‘এক ডাকে অভিষেক’ এর প্রসঙ্গ তুলে বলেন, ‘এক ডাকে অভিষেক’-এর আজ বর্ষপূর্তি, ১৪ লক্ষ মানুষ ফোন করেছেন। এবার পঞ্চায়েত ভোটে যত মনোনয়ন হয়েছে আগে কখনও হয়নি। আমরা চেয়েছি সব আসনে যেন লড়াই হয়। আমি প্রায় দুমাস বাইরে ছিলাম, সাধারণ মানুষ যেভাবে কাছে টেনে নিয়েছেন তা মনে রাখার মতো। ২১-এ তৃণমূলের থেকে বিরোধীদের যে ব্যবধান ছিল তা ২০২৩-এ বাড়বে, ২৩-এর থেকে ২৪-এ আরও বাড়বে। তোমাদের কাছ ইডি-সিবিআই-ইনকাম ট্যাক্স আছে, কিন্তু মানুষ নেই। আমার স্ত্রী, ৯ বছরের মেয়ে, ৩বছরের ছেলেকে যেভাবে হেনস্থা করেছে, তার জবাব দেব জনতা প্রতিজ্ঞা করুন নিজের অধিকার রক্ষায় লড়াই করবেন’