শনিবার আমেরিকায় (America) লস অ্যাঞ্জেলস (Los Angeles) বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল বিমান কিন্তু ভেঙে পড়ার পরেই আগুন ধরে যায় ওই বিমানে। এই অবস্থায় পাইলট সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া বিমানটি লাস ভেগাস থেকে আসছিল। বিমানটি লস অ্যাঞ্জেলসের রিভারসাইড কাউন্টির কাছে ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দর থেকে ১৩৭ কিলোমিটার দূরে হঠাৎ করেই ভেঙে পড়ে। ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতি দিয়ে জানায়, স্থানীয় সময় ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ ভেঙে পড়েছে বিমানটি।
আরও পড়ুন-মাননীয় পদ্মপাল! আপনার অতি-সক্রিয়তা অসাংবিধানিক ও অশুভ
এদিনের ঘটনায় মৃত ৬ জনই প্রাপ্ত বয়স্ক। রানওয়ে থেকে ৩০০ ফুট দূরে ভেঙে পড়ে বিমানটি। ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিংয়ের মাধ্যমে অবতরণের চেষ্টা করেছিল বিমানটি। কিন্তু সেখানে আবহাওয়া অবতরণের জন্য অনুকূল ছিল না।
আরও পড়ুন-পাল্টে যাচ্ছে বন্দেভারতের রং, কেন গেরুয়া
আজ প্রথম না, এর আগেই বিমানবন্দরের কাছে কয়েক দিন আগে একটি দুর্ঘটনা ঘটেছিল। ৪ জুলাই একটি ব্যক্তিগত বিমান ভেঙে পড়েছিল সেখানে। পাইলট-সহ ৪ জনের মৃত্যু হয়েছিল। পাইলট ছিল প্রাপ্ত বয়স্ক। বাকি সকলে ছিল নাবালক। কাল শনিবার দুর্ঘটনায় বিমান ভেঙে সময় বিমানের পিছনের অংশে আগুন লেগে যায়। পড়ে মাঠে। স্থানীয়দের তোলা এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে কেন এই দুর্ঘটনা তার তদন্ত করা হচ্ছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তরফে জানানো হয়েছে বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হবে।