মণিপুরের (Manipur) ঘটনা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে (BJP Government) নিশানা করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। আজ, শনিবার, সাংবাদিক বৈঠক করে মণিপুরের হিংসার দায় নিয়ে প্রধানমন্ত্রীর ইস্তফা দাবি করেন শশী পাঁজা। তীব্র আক্রমণ করে এদিন তিনি বলেন, মণিপুরের ন্যাক্কারজনক ঘটনা কী পদক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী, লোকসভায় দাঁড়িয়ে তা স্পষ্ট করে জানাতে হবে। না হলে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর পর থেকে ইস্তফা দিতে হবে।
আরও পড়ুন-ফি বৃদ্ধি নিয়ে প্রতিবাদ, উত্তরপ্রদেশে ABVP সদস্যদের সঙ্গে সংঘর্ষে আহত উপাচার্য
শশী পাঁজা এদিন স্প্যস্ত করেই জানান, মণিপুরে নৃশংস ঘটনা জন্য দায়ী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি কেন এখনও সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দিলেন না? পুলিশের ডিজি ও প্রশাসনের কাছে কেন কৈফিয়ত চাইলেন না প্রধানমন্ত্রী? প্রশ্ন তোলেন রাজ্যের মন্ত্রী। তাঁর সাফ কথা, মণিপুরে যা ঘটেছে তার দায় কেন্দ্রের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রীকে নিতে হবে। নয় তিনি মণিপুরের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দিন, আর তা না হলে মোদি নিজেই প্রধানমন্ত্রীর পদ ছাড়ুন।
আরও পড়ুন-প্রকাশ্যে ক্ষমাপ্রার্থী অমোঘ লীলা
তিনি বলেন, ৭৮ দিন পর মুখ খুলছেন প্রধানমন্ত্রী। এতদিন কী করছিলেন ? কেন্দ্রীয় সরকারের বাকি মন্ত্রীরাও বা কী করছিলেন? পশ্চিমবঙ্গে বারবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হয়। মণিপুরে কেন হল না? মালদহের ঘটনা প্রসঙ্গে শশী পাঁজার মত, “এই ঘটনায় রাজনৈতিক রং চড়ানোর কোনও মানে হয় না। এটা একটা চুরির ঘটনা।“