সংবাদদাতা, দিঘা : পর্যটনকেন্দ্র দিঘার সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংস্কারে উদ্যোগী হল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। ২০১২-য় নিউ দিঘায় প্রায় তিন একর জমিতে সেন্ট্রাল বাস স্ট্যান্ডটির উদ্বোধন করেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তবে উদ্বোধনের পর থেকে কার্যত অব্যবহৃত অবস্থায় পড়ে আছে সেটি। টিকিট কাউন্টার তৈরি হলেও চালু হয়নি। যাত্রী প্রতীক্ষালয়ের ভগ্নদশা। সেখানে দিনরাত স্থানীয়দের আড্ডা বসে বলে অভিযোগ।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর স্বপ্নের মেট্রো প্রকল্প আরও একধাপ এগোল
চারদিক আবর্জনায় ভর্তি। পানীয় জলের নলকূপ থাকলেও তা প্রায় বেহাল। দু’পাশে লম্বালম্বিভাবে পঞ্চাশের বেশি স্টল থাকলেও কয়েকটি বিলি হয়েছে। অধিকাংশ স্টলই বিলি হয়নি। সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যাত্রীদের আনাগোনাকে ঘিরে সেখানে অনেকগুলি ছাউনি আকারের দোকানপাট গড়ে উঠেছে। স্টলগুলি বিলি হলে তাঁরা সেখানে ব্যবসা করতে পারতেন বলে দোকানিদের বক্তব্য। এই পরিস্থিতিতে যাত্রী থেকে শুরু করে সকলেই বাস স্ট্যান্ড সংস্কার ও পরিকাঠামো উন্নয়নের দাবি জানান।
আরও পড়ুন-কেন্দ্রের উদাসীনতায় রাস্তা মরণফাঁদ
সেই দাবি মেনে পর্ষদ বাস স্ট্যান্ডটির সংস্কার ও পরিকাঠামো উন্নয়নের কাজে হাত দেবে বলে জানান সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মানসকুমার মণ্ডল। তিনি বলেন, ‘সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সমস্যাগুলি নজরে রয়েছে। টিকিট কাউন্টার চালুর চেষ্টা করছি। স্টলগুলিও বিলি করা হবে। যাত্রীশেড সংস্কার হবে। সেই সঙ্গে পরিকাঠামো উন্নয়নে কী কী কাজ হলে সেটি সেজে উঠতে পারে সে ব্যাপারে বিশদে আলোচনা হবে।’