প্রয়াত রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের দাদা তপন চট্টোপাধ্যায় (Tapan Chatterjee)। তিনি মঙ্গলবার সকালে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি খুব ভালো কবিতা লিখতেন। তাঁর (Tapan Chatterjee) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-নারীর সম্ভ্রমহানির সমর্থক বিজেপি দূর হটো
টুইটারে শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়-এর অগ্রজ তপন চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তিনি আজ সকালে কলকাতায় প্রয়াত হয়েছেন। তপনদা আমাদের অভিভাবকপ্রতিম ছিলেন। মা-মাটি-মানুষের শুভাকাঙ্ক্ষী এই সহৃদয় এবং বিবেকবান মানুষটি ভাল কবিতাও লিখতেন। আমি শোভনদেব চট্টোপাধ্যায় সহ তপনদার আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধব ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাই।“
রাজ্যের মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়-এর অগ্রজ শ্রী তপন চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তিনি আজ সকালে কলকাতায় প্রয়াত হয়েছেন। তপনদা আমাদের অভিভাবকপ্রতিম ছিলেন। মা-মাটি-মানুষের শুভাকাঙ্ক্ষী এই সহৃদয় এবং বিবেকবান মানুষটি ভাল কবিতাও লিখতেন।
আমি শোভনদেব…
— Mamata Banerjee (@MamataOfficial) August 1, 2023