প্রতিবেদন : কে বলে নুন আনতে পান্তা ফুরোয় মধ্যবিত্তের? কে বলে সঞ্চয়-বিমুখ বাঙালি মধ্যবিত্ত? লক্ষ্মীকে ধরে রাখার ইচ্ছে বা ক্ষমতা কোনওটাই নেই তাঁদের? একেবারে ভুল কথা। বিশেষ করে মহানগরীর মধ্যবিত্তদের ক্ষেত্রে। কারণ সমীক্ষা বলছে, দেশের মধ্যে সঞ্চয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে কলকাতার মধ্যবিত্ত। জিনিসপত্রের দাম যা-ই হোক না কেন, শহরের ৭৫ শতাংশ মানুষই দৈনন্দিন খরচ সামাল দিয়ে সামান্য হলেও মনোনিবেশ করেন সঞ্চয়ে। কলকাতা (Low savings- Kolkata) ছাড়াও দেশের আরও ১৬টি বড় শহরে সমীক্ষা চালিয়েছিল একটি আন্তর্জাতিক সংস্থা। ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা বার্ষিক আয়ের মধ্যবিত্তদের বেছে নেওয়া হয়েছিল এর জন্য। বয়সসীমা ১৮ থেকে ৫৫ বছর। সমীক্ষার ফলই বলছে, সঞ্চয়ের ক্ষেত্রে অন্যান্য শহরের বাসিন্দাদের অনেক পেছনে ফেলেছেন কলকাতার (Low savings- Kolkata) মানুষ। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে জয়পুর এবং বেঙ্গালুরু। এই সমীক্ষায় তাৎপর্যপূর্ণভাবে উঠে এসেছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়, মহিলাদের থেকে পুরুষদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা অনেক বেশি। প্রায় ৬০ শতাংশ পুরুষই নিজেদের রোজগারের বেশ কিছুটা অংশ সরিয়ে রাখে। দ্বিতীয় বিষয়টি আরও লক্ষণীয়। সদ্য যাঁরা চাকরি পাচ্ছেন তাঁরা কিন্তু মোটেই উড়িয়ে দেন না প্রথম রোজগারের টাকা। বরং মধ্যবয়সিদের তুলনায় তাঁদের সঞ্চয়ের ইচ্ছে অনেকটাই বেশি। নতুন প্রজন্মের ক্ষেত্রে এটি অত্যন্ত ইতিবাচক দিক।
আরও পড়ুন-যাদবপুর এখন রাজ্যপালের নিয়ন্ত্রণে, স্বপ্নদীপের মৃত্যুর জবাব তিনিই দেবেন