নন্দীগ্রামে ত্রিশঙ্কু পঞ্চায়েত তৃণমূলের

Must read

প্রতিবেদন : নন্দীগ্রামে আমদাবাদ (২)-এ ত্রিশঙ্কু হওয়া পঞ্চায়েত এবার তৃণমূল কংগ্রেসের (Nandigram- TMC) দখলে এল। পঞ্চায়েত প্রধান হয়েছেন পূর্ণচন্দ্র মণ্ডল। কিন্তু পঞ্চায়েত তৃণমূলের দখলে আসার পরই দলবদলু গদ্দার লোডশেডিং বিধায়ক সেখানে প্রায় ৫০ জন সিআরপিএফ জওয়ানকে নিয়ে গিয়ে জোর করে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হওয়া পূর্ণচন্দ্র মণ্ডলকে তুলে নিয়ে গিয়েছে। এই অভিযোগ করেছেন নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস (Nandigram- TMC) সভাপতি অরুণাভ ভুঁইয়া। তাঁর আরও অভিযোগ, গদ্দার এখন জোর করে পূর্ণচন্দ্রকে দিয়ে বলানোর চেষ্টা করছে সে বিজেপি করে। গোটা বিষয়টি নন্দীগ্রাম থানায় জানিয়েছেন আমদাবাদ ২-এর তৃণমূল নেতৃত্ব। জানানো হয়েছে দলের উচ্চ নেতৃত্বকেও। অরুণাভ জানালেন, আমদাবাদ ১ নম্বর অঞ্চলে হেরে গিয়ে সন্ত্রাস চালাচ্ছে। গদ্দারের নির্দেশেই এসব হচ্ছে।

আরও পড়ুন- যাদবপুর এখন রাজ্যপালের নিয়ন্ত্রণে, স্বপ্নদীপের মৃত্যুর জবাব তিনিই দেবেন

Latest article