ফাইনালে ভারত

Must read

চেন্নাই: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে (Asian Champions Trophy 2023 hockey) ভারতের স্বপ্নের ফর্ম অব্যাহত। শুক্রবার সেমিফাইনালে জাপানকে ৫-০ গোলে চূর্ণ করে ফাইনালে উঠলেন হরমনপ্রীত সিংরা। প্রসঙ্গত, রাউন্ড রবিন লিগে দু’দলের খেলা ১-১ ড্র হয়েছিল। এশিয়ান গেমস চ্যাম্পিয়ন (Asian Champions Trophy 2023 hockey) জাপান অবশ্য প্রথম কোয়ার্টারে কিছুটা লড়াই করেছিল। কিন্তু প্রথম গোল হজমের পরেই জাপানিদের যাবতীয় লড়াইয়ে ইতি। ১৯ মিনিটে আকাশদীপ সিংয়ের গোলে লিড নেয় ভারত। ২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ২-০ করেন অধিনায়ক হরমনপ্রীত। তৃতীয় কোয়ার্টারে ৩-০ করেন মনদীপ সিং। এরপর বাকি দুটি গোল যথাক্রমে সুমিত ও কার্তির। শনিবার ফাইনালে মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে ভারতীয়রা। অন্য সেমিফাইনালে মালয়েশিয়া ৬-২ গোলে দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে। পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ণায়ক ম্যাচে চিনকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। ফলে পাকিস্তান পাঁচে এবং চিন ছয়ে টুর্নামেন্ট শেষ করল।

আরও পড়ুন- সর্বোচ্চ আদালতে জয় নির্বাচন কমিশনের, বাংলায় দল পাঠানো নিয়ে তীব্র ভর্ৎসনা

Latest article