১১ সদস্যের কমিটি গড়ে সমন্বয়ে জোর ইন্ডিয়ার

Must read

নয়াদিল্লি : সংসদে বাদল অধিবেশনের শেষদিন বিরোধী সাংসদদের বৈঠকে ইন্ডিয়া (I.N.D.I.A) জোটের গতি আরও মসৃণ করতে পারস্পরিক বোঝাপড়া আরও বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হল। ইন্ডিয়ার তৃতীয় বৈঠক ৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর হতে চলেছে মুম্বইয়ে। দীপাবলির আগে আরও দু’বার বৈঠকে বসবেন ইন্ডিয়া শিবিরের নেতারা। তার আগে ১১ সদস্যের কো-অর্ডিনেশন কমিটি তৈরি হবে। কমিটিতে বড় দলগুলির পক্ষ থেকে দু’জন করে সদস্য থাকবেন এবং ছোট দলগুলি থেকে একজন থাকবেন। বিরোধী জোটের প্রথম বৈঠকটি নীতীশ কুমারের নেতৃত্বে ছিল পাটনায়। দ্বিতীয় বৈঠক ছিল ১৭ ও ১৮ জুলাই বেঙ্গালুরুতে। এই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মেনে বিরোধী জোটের নতুন নাম হয় ইন্ডিয়া।
সংসদের অধিবেশনের শেষদিন শুক্রবার জোটের (I.N.D.I.A) নেতারা সিদ্ধান্ত নিয়েছেন, কাজের ভিত্তিতে আরও ৫/৬টি অন্যান্য কমিটিও তৈরি হবে। বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় মসৃণ করার লক্ষ্যেই কমিটিগুলি তৈরি হবে। এদিকে শুক্রবার রাজ্যসভায় আপ সাংসদ রাঘব চাড্ডাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেন চেয়ারম্যান জগদীপ ধনকড়। পাশাপাশি আরেক আপ সাংসদ সঞ্জয় সিংয়ের সাসপেনশনের মেয়াদও বাড়ান তিনি। এর প্রতিবাদ জানিয়েছে ইন্ডিয়া জোট। এই ইস্যুতে আপ সুপ্রিমো কেজরিওয়ালের সঙ্গে দেখা করবেন বলে জানান তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন।

আরও পড়ুন- যাদবপুর এখন রাজ্যপালের নিয়ন্ত্রণে, স্বপ্নদীপের মৃত্যুর জবাব তিনিই দেবেন

Latest article