সংবাদদাতা, রিষড়া : বাম আমলে রবীন্দ্রভবনগুলো রক্ষণাবেক্ষণের অভাবে অবহেলিত হয়ে জীর্ণ হয়ে অব্যবহার্য হয়ে পড়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংস্কৃতি নিয়ে খুবই উৎসাহী। তাঁর উৎসাহ ও অনুপ্রেরণাতেই রিষড়াবাসী আধুনিক চেহারায় ফিরে পাচ্ছে তাদের রবীন্দ্রভবনকে (Rabindra Bhawan- Rishra)। ২০১৪ সালের পর থেকে প্রায় বন্ধ অবস্থায় পড়েছিল রিষড়া পুরসভার এই প্রেক্ষাগৃহ। ফলে সংস্কৃতি জগতের শিল্পীদের অসুবিধায় পড়তে হত। পুরসভার আর্থিক ক্ষতিও হত। তাই দীর্ঘদিন ধরেই সাংস্কৃতিক জগতের মানুষরা এবং আপামর রিষড়াবাসী চাইছিলেন দ্রুত এটি ব্যবহারযোগ্য হোক। তাই সবার কথা মাথায় রেখেই সম্পূর্ণ নতুনরূপে একেবারে আধুনিক চেহারায় সাজানো হয়েছে এই রবীন্দ্রভবনকে (Rabindra Bhawan- Rishra)। শনিবার এর উদ্বোধন করবেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শীতাতপনিয়ন্ত্রিত এই ভবনে আসন সংখ্যা ৫১০। কলকাতার নামীদামি প্রেক্ষাগৃহের আদলে তৈরি হচ্ছে মঞ্চ। রিষড়া পুরপ্রধান বিজয়সাগর মিশ্র জানান, বেশ কয়েক বছর পরে গতকাল রবীন্দ্রভবন আবার খুলে দেওয়া হবে। সংস্কৃতির জগতের মানুষ ও রিষড়াবাসীর কাছে আমি ক্ষমাপ্রার্থী এতদিন বন্ধ থাকার জন্য। এই রবীন্দ্রভবনে ৫১০টি আসন থাকবে, পুরো ভবনটি শীতাতপনিয়ন্ত্রিত ও বিভিন্ন আধুনিক মিউজিক সিস্টেম যুক্ত। যাতে সাধারণ মানুষকে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বাইরে না যেতে হয় তার জন্যই এই প্রয়াস।
আরও পড়ুন-যাদবপুর এখন রাজ্যপালের নিয়ন্ত্রণে, স্বপ্নদীপের মৃত্যুর জবাব তিনিই দেবেন