অ্যাথেন্স, ১৭ অগাস্ট : টাইব্রেকারে সেভিয়াকে হারিয়ে প্রথমবার উয়েফা সুপার কাপ জিতল ম্যাঞ্চেস্টার সিটি। গ্রিসের রাজধানী অ্যাথেন্সের কারাইসকাকিস স্টেডিয়ামে তুমুল উত্তেজনারপূর্ণ ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ অমীমাংসিত ছিল। এরপর পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে বাজিমাত করে ম্যান সিটি।
আরও পড়ুন-১১০০ ইলেকট্রিক বাস নামতে চলেছে কলকাতায়
কার্লো আনসেলোত্তির পর বিশ্বের দ্বিতীয় কোচ হিসেবে চারবার এই ট্রফি জিতলেন পেপ গুয়ার্দিওলা। শুধু তাই নয়, প্রথম কোচ হিসেবে আলাদা আলাদা তিনটে দলকে উয়েফা সুপার কাপ জিতিয়েছেন তিনি। গুয়ার্দিওলার কোচিংয়ে এর আগে বার্সেলোনা দু’বার (২০০৯ ও ২০১১) এবং বায়ার্ন মিউনিখ একবার (২০১৩) এই ট্রফি জিতেছিল। সম্প্রতি আর্সেনালের কাছে টাইব্রেকারে হেরে কমিউনিটি শিল্ড হাতছাড়া হয়েছিল ম্যান সিটির। সুপার কাপ জিতে সেই হতাশা সুদে-আসলে মিটিয়ে নিলেন আর্লিং হালান্ডরা।
আরও পড়ুন-চিলিগামী বিমানে মাঝআকাশে মৃত্যু পাইলটের!
ম্যাচের প্রথমার্থেই ইউসেফ এন নেসিসির গোলে এগিয়ে গিয়েছিল সেভিয়া। কিন্তু বিরতির পর ১-১ করে দেন ম্যান সিটির কোল পারমরা। উয়েফার নতুন নিয়ম অনুযায়ী অতিরিক্ত তিরিশ মিনিটের পরিবর্তে ম্যাচ সরাসরি গড়ায় টাইব্রেকারে। সেখানে ম্যান সিটির হয়ে গোল করেন হালান্ড, জুলিয়ান আলভারেজ, মাতেও কোভাসিচ, জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকার। অন্যদিকে, সেভিয়ার হয়ে প্রথম চারটি শটে লুকাস ওকাম্পোস, রাফা মির, ইভান র্যাকটিচ ও মন্তয়েল গোল করলেও, পঞ্চম শটে ব্যর্থ হন গুলেদি।