মায়ামি, ২০ অগাস্ট : লিওনেল মেসির হাত ধরে প্রথমবার কোনও ট্রফি জয়ের স্বাদ পেল ইন্টার মায়ামি। লিগস কাপের ফাইনালে ন্যাশভিলকে সাডেন ডেথে ১০-৯ ব্যবধানে হারালেন মেসিরা। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১।
আরও পড়ুন-পর্যটক টানতে চালু হল নতুন পরিষেবা
ফাইনালের শুরু থেকেই বিপক্ষকে চেপে ধরেছিলেন মেসিরা। তবে সুযোগ পেলেই কাউন্টার অ্যাটাক শানিয়েছে ন্যাশভিলও। ফলে আক্রমণ ও প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠেছিল। ২৩ মিনিটেই মেসির গোলে এগিয়ে গিয়েছিল মায়ামি। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে বিপক্ষ গোলকিপারকে পরাস্ত করেন তিনি। কিন্তু বিরতির পরেই ম্যাচে সমতা ফিরিয়ে আনে ন্যাশভিল। ৫৭ মিনিটে সেটপিস থেকে হেডে ১-১ করেন ন্যাশভিলের স্ট্রাইকার ফাফা। তবে এর পর ম্যাচে আর কোনও গোল হয়নি।
আরও পড়ুন-মন্দির সংস্কার হবে, মা তারা স্থানান্তরিত
লিগস কাপে অতিরিক্ত সময়ের খেলার নিয়ম নেই। তাই ম্যাচ সরাসরি গড়ায় টাইব্রেকারে। মেসি প্রথম শটে গোল করলেও, টাইব্রেকার শেষ হয় ৪-৪ ফলে। এরপর চরম নাটকীয়তার মধ্যে সাডেন ডেথে বাজিমাত করেন মেসিরা। ক্লাব প্রথম ট্রফি জিতলেও, মেসি জিতেছেন কেরিয়ারের ৪৪তম ট্রফি! ম্যাচের পর তিনি ট্যুইট করেন, চ্যাম্পিয়ন্স! ক্লাবের ইতিহাসে প্রথম খেতাব জিতে দারুণ খুশি। গোটা দলের কঠোর পরিশ্রমের পুরস্কার এই ট্রফি। এই তো সবে শুরু… চলো সবাই মিলে আরও এগিয়ে যাই।