পর্যটক টানতে চালু হল নতুন পরিষেবা

পুজোর আগে পর্যটক টানতে সুন্দরবনের সঙ্গে সড়কপথে সরাসরি ধর্মতলার যোগাযোগ স্থাপন করতে চালু হল সরকারি বাস পরিষেবা।

Must read

সংবাদদাতা, সুন্দরবন : পুজোর আগে পর্যটক টানতে সুন্দরবনের সঙ্গে সড়কপথে সরাসরি ধর্মতলার যোগাযোগ স্থাপন করতে চালু হল সরকারি বাস পরিষেবা। ধর্মতলা থেকে সরকারি বাসে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের ডেরায় পৌঁছে যাবেন পর্যটকেরা। সেই সঙ্গে ম্যানগ্রোভ ঘেরা নদীপথে নৌকায় মর্জিমাফিক ঘুরতে পারবেন। ৩৪ বছরের বাম শাসনে কখনও তাকানো হয়নি সুন্দরবনের মইপিট এলাকার দিকে। ছিল না বাস সার্ভিস। তাঁদের পায়ে হেঁটে বা সাইকেলভ্যানে যেতে-আসতে হত তিনটি ঘুরপথ দিয়ে জয়নগর স্টেশনে। রাজ্য সরকার যোগাযোগ ব্যবস্থায় উন্নতি ঘটিয়ে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের চেষ্টা করে যাচ্ছে।

আরও পড়ুন-মন্দির সংস্কার হবে, মা তারা স্থানান্তরিত

ফলে কুলতলিবাসীর বহুদিনের স্বপ্নপূরণ হতে চলেছে। বিশেষত সুন্দরবনের কুলতলি ও মইপিঠের বাসিন্দাদের কলকাতায় কাজ থাকলে বাড়ি থেকে আর একদিন আগে বেরোতে হবে না। এই উদ্যোগের নেপথ্যে পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল ও কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সহযোগিতায় মইপিঠ থেকে ধর্মতলা সরকারি বাস পেয়ে খুশি বাসিন্দারা। মাত্র ৮৭ টাকায় পৌঁছনো যাবে ধর্মতলা।

আরও পড়ুন-ধূপগুড়িতে প্রচারে ঝড় তৃণমূলের

সুন্দরবন পর্যটনে মইপিটে একটি বাস টার্মিনাল-সহ সরকারি রিসর্ট গড়ার পরিকল্পনাও আছে বলে জানান গণেশ মণ্ডল। বলেন, যত বেশি পর্যটক আসবে, উন্নতি হবে এলাকার, কর্মসংস্থান বাড়বে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে সুন্দরবনের মানুষ কিছুটা হলেও অর্থনৈতিক সচ্ছল হবেন। বামেরা উন্নয়নের জন্য কিছুই করেনি। দিলীপ বলেন, একটা বাস দিয়ে শুরু হল, পুজোর আগে আরও কয়েকটি চলবে।

Latest article