ধূপগুড়িতে প্রচারে ঝড় তৃণমূলের

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে সাতসকালে প্রচার চালাতে ধূপগুড়ি শহরে হাজির হন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : ধূপগুড়ি উপনির্বাচনে রবিবাসরীয় প্রচারে ঝড় তুলে দিল তৃণমূল কংগ্রেস। ধারেকাছে কোথাও নেই বিজেপি-সহ রামধনু জোট। নির্বাচনী প্রচারের শুরুতেই তৃণমূল কংগ্রেস ১০ গোল দিয়েছে বিরোধীদের। রাজ্যের একমাত্র বিধানসভা উপনির্বাচন হওয়ায় রাজ্যবাসীর নজর এখন ধূপগুড়িতে। আর মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রথম রবিবাসরীয় প্রচার রীতিমতো জমজমাট। রবিবার সাতসকালে সাংবাদিকদের সঙ্গে নিজের বাড়িতে চা-চক্রে শামিল হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়।

আরও পড়ুন-যোগীরাজ্যে গণপিটুনি খুন করা হল মুসলিম-দম্পতিকে, বিজেপির জঙ্গলরাজের নমুনা

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে সাতসকালে প্রচার চালাতে ধূপগুড়ি শহরে হাজির হন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। তিনি ধূপগুড়ি শহরের বিভিন্ন এলাকায় প্রচার চালান। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। বাড়ি-বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রচার করেন। গোটা শহর এলাকায় পায়ে হেঁটে প্রচার চালান তিনি। প্রার্থীকে সঙ্গে নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ব্যাখ্যা করেন। কীভাবে রাজ্য সরকারের প্রকল্প থেকে সাধারণ মানুষ সুবিধা পাবেন সেই বিষয়গুলিও তুলে ধরেন গৌতম দেব। রবিবাসরীয় প্রচারে এদিন কোনওরকম খামতি রাখতে চায়নি তৃণমূল কংগ্রেস। ছুটির দিনে প্রায় সবাইকে বাড়িতে পাওয়া যাবে, তাই এই সুযোগ হাতছাড়া করেননি তাঁরা।

Latest article