গঙ্গার জল তুলে মিটবে পানিহাটির জলসমস্যা

উত্তর দমদম এবং পানিহাটি পুর এলাকায় পানীয় জলের সংকট মেটাতে আবার গঙ্গা থেকে জল তোলার উদ্যোগ নেওয়া হল।

Must read

প্রতিবেদন : উত্তর দমদম এবং পানিহাটি পুর এলাকায় পানীয় জলের সংকট মেটাতে আবার গঙ্গা থেকে জল তোলার উদ্যোগ নেওয়া হল। এর জন্য দেড়শো কোটি টাকার বেশি এক প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এতে আগরপাড়া পিবি রোড এলাকায় গঙ্গা থেকে জল তোলার জন্য বেশ কয়েেকটি জায়গা নির্দিষ্ট হবে। এই ফতুল্লাপুর পানীয় জল প্রকল্পটি থেকে দিনে প্রায় দু’কোটি ২০ লাখ গ্যালন জল তোলা হবে। তারপর সেই জল পাঠানো হবে উত্তর দমদম এবং পানিহাটির ঠাকুর কর্নারে।

আরও পড়ুন-ধূপগুড়িতে প্রচারে ঝড় তৃণমূলের

এপ্রিল ও মে মাসে গঙ্গার জলস্তর নেমে যাওয়ায় কাদা-মাটি ইত্যাদি ওঠে। এতে পাম্পগুলো সমস্যায় পড়ে। এখন আড়িয়াদহের মল্লিকবাড়ি, পানিহাটি মহোৎসবদলা ঘাট ছাড়াও গারুলিয়া, হালিশহর, কল্যাণী, পলতা ইত্যাদি এলাকা থেকে গঙ্গার জল তুলে পরিশোধনের জন্য বিভিন্ন এলাকায় পাঠানো হয়। কিন্তু দিন দিন এলাকায় জনসংখ্যা বাড়ায় জলের চাহিদা বাড়ছে। তার পানিহাটির পাঁচ লাখ মানুষের জলের চাহিদা মেটাতে নতুন প্ল্যান্ট তৈরির পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পের বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে কেএমডিএ-র কাছে। পানিহাটির সিআইসি (জল) তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, নতুন এই জলপ্রকল্প তৈরি হয়ে গেলে এলাকায় আর জলের অভাব থাকবে না। উত্তর দমদম পুরপ্রধান বিধান বিশ্বাসও জানিয়েছেন, ১৫৬ কোটি টাকার এই প্রকল্প রূপায়িত হলে উত্তর দমদমে পানীয় জলের সমস্যা থাকবে না।

Latest article