মন্দির সংস্কার হবে, মা তারা স্থানান্তরিত

মা তারা মন্দিরের গর্ভগৃহ সংস্কারের জন্য প্রতিমাকে স্থানান্তরিত করা হল পাশের শিবমন্দিরে।

Must read

সংবাদদাতা, তারাপীঠ : মা তারা মন্দিরের গর্ভগৃহ সংস্কারের জন্য প্রতিমাকে স্থানান্তরিত করা হল পাশের শিবমন্দিরে। তারা মাতা মন্দির সেবাইত কমিটির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, গর্ভগৃহ ও বাইরের রং-সহ সংস্কারের কাজ শুরু হবে ২১ অগাস্ট, চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুন-গঙ্গার জল তুলে মিটবে পানিহাটির জলসমস্যা

মন্দির সেবাইত কমিটির পক্ষে পুলক চট্টোপাধ্যায় জানান, ১৮ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল থাকায় এই সময় তীর্থযাত্রীরা আসতে পারবেন না। সেই অবসরে মন্দিরের সংস্কারকাজ চলবে। ট্রেন বাতিল থাকায় যাত্রীদের সুবিধার জন্য রাজ্য সরকারের তরফে তারাপীঠ ও কলকাতার মধ্যে এসবিএসটিসি বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রের খবর। এই ক’দিন শিবগৃহে মায়ের পূজার্চনা হবে।

Latest article