বেসরকারীকরণের রাজনীতি বরদাস্ত নয়, আন্দোলনের দিন ঘোষণা

উন্নয়ন নয়, বঞ্চনা আর বেসরকারীকরণের রাজনীতি করছে কেন্দ্র। কিন্তু এই বেসরকারীকরণ বরদাস্তা নয়। এর বিরুদ্ধে আন্দোলন চলছে চলবে

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : উন্নয়ন নয়, বঞ্চনা আর বেসরকারীকরণের রাজনীতি করছে কেন্দ্র। কিন্তু এই বেসরকারীকরণ বরদাস্তা নয়। এর বিরুদ্ধে আন্দোলন চলছে চলবে। ইসিএলের ঝাঁঝরা কোলিয়ারিতে আগামী ৯ সেপ্টেম্বর গেট মিটিং দিয়ে এই আন্দোলন শুরু হবে। রবিবার আইএনটিটিইউসি অনুমোদিত কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের (কেকেএসসি) কেন্দ্রীয় কমিটির বর্ধিত মিটিংয়ে এভাবেই কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-জেতার এই সবে শুরু : মেসি

তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার জাতীয় সম্পদের বেসরকারীকরণ করার ষড়যন্ত্র করছে। তারা কয়লা শিল্পকেও বেসরকারীকরণ করতে চায়। এর বিরুদ্ধে আইএনটিটিইউসি ও কেকেএসসি লাগাতার আন্দোলনে নামতে চলেছে। তিনি আরও বলেন, এর পর প্রতি এরিয়ায় পদযাত্রার আয়োজন করা হবে। যা শেষ পর্যন্ত বিশাল একটা আন্দোলনে পরিণত হবে। এর দিন পরে ঘোষণা করা হবে। তবে দুর্গাপূজার আগেই এই সব কর্মসূচি শেষ করা হবে। কেন্দ্রের বিজেপি সরকার বেসরকারীকরণের পথে হাঁটছে এবং কিছু মুষ্টিমেয় পুঁজিপতিদের স্বার্থে শ্রমিকদের স্বার্থ বিসর্জন দিচ্ছে, এর বিরুদ্ধেই এই কর্মসূচি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন-পর্যটক টানতে চালু হল নতুন পরিষেবা

এই বৈঠকে ছিলেন মন্ত্রী মলয় ঘটক, আইএনটিটিইউসির পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি অভিজিৎ ঘটক, জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুড়িয়ার বিধায়ক তথা কেকেএসসির সম্পাদক হরেরাম সিং-সহ প্রমুখ।

Latest article