প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতে, দলে ‘ব্রাত্য’ হয়ে প্রচণ্ড ক্ষুব্ধ উমা ভারতী

দলীয় কর্মসূচিতে ডাক না পেয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী উমা ভারতী।

Must read

প্রতিবেদন: বিজেপির শীর্ষস্তরে গোষ্ঠীদ্বন্দ্ব এবার চরম আকার নিল। দলীয় কর্মসূচিতে ডাক না পেয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী উমা ভারতী। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, ‘পোস্টার গার্ল’ হয়ে তিনি দলে থাকতে চান না। কৌশলে দলের শীর্ষনেতৃত্বকে খোঁচা দিয়ে তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়ে বয়সে অনেকটাই ছোট তিনি। তাই এখনও ১৫-২০ বছর দলের জন্য কাজ করতে শারীরিক ও মানসিকভাবে সক্ষম।

আরও পড়ুন-প্রাকৃতিক বিপর্যয় রুখতে লাগামছাড়া উন্নয়নে এবার রাশ টানল সরকার

ভোটমুখী মধ্যপ্রদেশে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ‘জন আশীর্বাদ যাত্রা’র আয়োজন করেছে বিজেপি। এর উদ্বোধন করার কথা দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অথচ এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দাপুটে গেরুয়া নেত্রী উমা ভারতীকে। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন উমা। দলে আদবানি ঘনিষ্ঠ হিসাবে পরিচিত নেত্রী তোপ দেগেছেন মোদি-শাহের নেতৃত্বের দিকে। মোদির নাম তুলেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

আরও পড়ুন-মণিপুর নিয়ে নির্বিকার মোদি

এদিকে উমাকে আমন্ত্রণ না জানানোয় রাজনৈতিক মহলের অনুমান, একেবারে পরিকল্পনা করেই সাইডলাইনে পাঠিয়ে দেওয়া হচ্ছে উমা ভারতীকে। যাতে ক্ষমতায় ফিরলে উমা ভারতীকে বড় পদ দেওয়ার দায় না থাকে। দলের ভূমিকায় ক্ষুব্ধ উমা সংবাদমাধ্যমে বলেছেন, আমি পোস্টার গার্ল হতে চাই না। মোদির থেকে বয়স কম আমার। আরও অন্তত ১৫-২০ বছর দলের হয়ে কাজ করব। আমাকে আমন্ত্রণ পাঠানো উচিত। দলীয় নেতৃত্বকে কটাক্ষ করে উমা বলেন, সম্ভবত ওঁরা (বিজেপি নেতৃত্ব) চিন্তিত, কারণ আমি থাকলে জনসাধারণের মনোযোগ আমার দিকে থাকবে।

আরও পড়ুন-চুয়াড় বিদ্রোহের নায়ককে ঘিরে আদিবাসী মানুষদের উচ্ছ্বাস, শহিদ রঘুনাথ সিংয়ের পূর্ণাবয়ব মূর্তি বসল

উমা আরও বলেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যদি ২০২০ সালে সরকার গড়তে সাহায্য করেন, তবে মনে রাখবেন আমি ২০০৩ সালে আরও বেশি আসন দিয়ে সরকার করতে সাহায্য করেছিলাম। দলীয় কর্মসূচিতে আমন্ত্রণ না পাওয়ায় ক্ষুব্ধ উমা স্পষ্টভাবে জানিয়ে দেন, এটা সত্যিই যে আমি জন আশীর্বাদ যাত্রার আমন্ত্রণ পাইনি। তবে, এখন যদি আমাকে আমন্ত্রণ জানানোও হয়, আমি যাব না।

Latest article