মণিপুর নিয়ে নির্বিকার মোদি

অসংখ্য জীবনহানি। তা সত্ত্বেও দেশের প্রধানমন্ত্রী ব্যস্ত বিদেশ সফর এবং জি-২০-র মঞ্চকে ব্যবহার করে ২০২৪-এর নির্বাচনী প্রচার সারতে।

Must read

প্রতিবেদন: কয়েক মাস ধরে জ্বলছে মণিপুর। অসংখ্য জীবনহানি। তা সত্ত্বেও দেশের প্রধানমন্ত্রী ব্যস্ত বিদেশ সফর এবং জি-২০-র মঞ্চকে ব্যবহার করে ২০২৪-এর নির্বাচনী প্রচার সারতে। বিপন্ন মণিপুর নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই তাঁর। আর তা নিয়েই সামাজিক মাধ্যমে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। তিনি লেখেন প্রধানমন্ত্রী মোদির প্রাক-নির্বাচন জনসংযোগের জন্য জি-২০-র ঢাক পেটানোর মাধ্যমে মণিপুরের হত্যাকাণ্ড ও ট্র্যাজেডিকে নীরবে কবর দেওয়া হয়েছে। মণিপুর এখনও জ্বলছে এবং একটি বড় মানবিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে। এরপরেও দৃকপাত করার সময় নেই প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন-কেন্দ্রের অবহেলায় নষ্ট হচ্ছে বাংলার ‘ছট’ নৌকো

সাকেত আরও লিখেছেন, বিজেপির বীরেন সিং যিনি এই আগুন জ্বালিয়েছিলেন, তিনি এখনও বহাল তবিয়তে মুখ্যমন্ত্রী। আর প্রধানমন্ত্রী মোদির কাছে বিশ্ব ভ্রমণের সময় আছে, কিন্তু মণিপুরের জন্য নেই। সাকেতের অভিযোগ, মোদি এমন ভান করছেন যেন কিছুই হয়নি ওখানে। বোঝাই যাচ্ছে, আদিবাসীদের জীবন এবং আমাদের উত্তর-পূর্বের ভাই-বোনদের জীবন তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়। এর কারণ, উত্তর-পূর্বে প্রধানমন্ত্রীর জন্য লোকসভার হাতে গোনা কয়েকটি মাত্র আসন রয়েছে। তাই রাজনৈতিক ফায়দা লোটার জায়গা নেই। মণিপুর জ্বললেও তাই তাঁর কিছু এসে
যায় না।

Latest article