মহাত্মা গান্ধী স্মৃতিসৌধে জি ২০ (G20) প্রতিনিধিদের সফরের আগে দিল্লির (Delhi) রাজঘাটে (Rajghat) এবং তার সংলগ্ন এলাকায় বানর এবং কুকুরের উৎপাত রোধ করতে দিল্লি পুলিশ (Delhi Police) নাগরিক সংস্থাগুলির সাহায্য চাওয়ার পরে রাহুল গান্ধীর (Rahul Gandhi) তরফে এই বিবৃতি আসে।
আরও পড়ুন-রবিবার রাজ্যে মহিলা কনস্টেবল পদের পরীক্ষা, থাকছে অতিরিক্ত বাস ও ট্রেন
আজ, শনিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে (পূর্ববর্তী টুইটার) বলেছেন, সরকার অতিথিদের থেকে দেশের বাস্তবচিত্র আড়াল করছে। এক্স হ্যান্ডেলে এই নিয়ে এদিন রাহুল গান্ধী লিখেছেন, “কেন্দ্রীয় সরকার আমাদের দরিদ্র মানুষ এবং পশুদের লুকিয়ে রাখছে। আমাদের অতিথিদের কাছ থেকে ভারতের বাস্তবচিত্র লুকানোর দরকার নেই”।
আরও পড়ুন-গার্লস স্কুল এবং হস্টেলগুলিতে সিসিটিভি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষা দফতরের
রিপোর্ট অনুসারে, পুলিশ অনেক বস্তিও সাফ করেছে এবং সংস্থাগুলিকে সাপ ধরার জন্য দড়ি দিতে বলেছে। রাজঘাটে প্রতিনিধিদের সফরের আগে শুক্রবারের মধ্যেই বানর এবং কুকুর ধরার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে লোক মোতায়েন করতে বলা হয়েছিল। যমুনা খাদার এলাকায় টহলও চলছে। যদিও দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে কুকুরগুলিকে “শুধুমাত্র জরুরি প্রয়োজনের ভিত্তিতে” তোলা হচ্ছে।
আরও পড়ুন-‘খাবার থালায় ভারতের জাতীয় প্রতীক’ এক্সে সরব সাকেত গোখলে
এই মুহূর্তে রাহুল গান্ধী প্রায় সপ্তাহব্যাপী ইউরোপ সফরে রয়েছেন। তিনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আইন প্রণেতা, ছাত্র এবং ভারতীয় প্রবাসীদের সাথে বৈঠক করবেন বলে খবর। অপরদিকে, রাজ্যসভার বিরোধীদলের নেতা মল্লিকার্জুন খার্গকে জি ২০ নৈশভোজে আমন্ত্রণ না করা নিয়ে সরকারের সঙ্গে কংগ্রেস পার্টির বিরোধ তৈরি হয়েছে। শুক্রবার, রাহুল গান্ধী অভিযোগ করেন যে সরকার ভারতের জনসংখ্যার ৬০ শতাংশ নেতাকে মূল্য দেয় না।
GOI is hiding our poor people and animals.
There is no need to hide India’s reality from our guests.
— Rahul Gandhi (@RahulGandhi) September 9, 2023