গোলকিপারকে লাথি, বিতর্কে রোনাল্ডো

এদিকে, ইউরোর বাছাই পর্বে বড় জয় পেয়েছে ক্রোয়েশিয়া। তারা ৫-০ গোলে বিধ্বস্ত করেছে লাটভিয়াকে। জোড়া গোল করেন ব্রুনো পেটকোভিচ।

Must read

ত্রানাভা, ৯ সেপ্টেম্বর : সৌদি লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন। কিন্তু দেশের হয়ে খেলতে নেমেই বিতর্কে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! স্লোভাকিয়ার বিরুদ্ধে ইউরোর বাছাই পর্বে পর্তুগাল ১-০ গোলে জিতলেও, বিপক্ষ গোলকিপারের মুখে লাথি মেরে হলুদ কার্ড দেখলেন রোনাল্ডো। লাল কার্ড দেখলেও অবাক হওয়ার কিছু ছিল না। আইসল্যান্ডের বিরুদ্ধে আগের ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন রোনাল্ডো। ফলে মঙ্গলবার লুক্সেমবার্গের বিরুদ্ধে পরের ম্যাচে তিনি নেই।

আরও পড়ুন-‘ভারতের বাস্তবচিত্র লুকিয়ে রাখার চেষ্টা’ এক্সে কেন্দ্রকে নিশানা রাহুলের

নিজেদের ঘরের মাঠে পর্তুগালকে কড়া পরীক্ষার মুখে ফেলেছিল স্লোভাকিয়া। যদিও ৪৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের করা গোলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছেন পর্তুগিজরা। ৬২ মিনিটে ঘটে সেই অপ্রীতিকর ঘটনা। স্লাইড করে বল জালে জালে জড়াতে চেয়েছিলেন রোনাল্ডো। কিন্তু তাঁর বুট বলে না লেগে সরাসরি স্লোভাক গোলকিপার মুখে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে রোনাল্ডোকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারি। যদিও স্লোভাকিয়া ফুটবলারদের দাবি ছিল লাল কার্ড দেখানোর। লুক্সেমবার্গ ম্যাচ থেকে ছিটকে গেলেও, এদিন জয়ের পর দলের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনাল্ডো। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন—কঠিন ম্যাচে গুরুত্বপূর্ণ জয়। আমরা এখনও অপরাজিত। এগিয়ে চলো পতুর্গাল।

আরও পড়ুন-রবিবার রাজ্যে মহিলা কনস্টেবল পদের পরীক্ষা, থাকছে অতিরিক্ত বাস ও ট্রেন

এদিকে, ইউরোর বাছাই পর্বে বড় জয় পেয়েছে ক্রোয়েশিয়া। তারা ৫-০ গোলে বিধ্বস্ত করেছে লাটভিয়াকে। জোড়া গোল করেন ব্রুনো পেটকোভিচ। একটি করে গোল করেন লুকা ইভানুসেচ, আন্দ্রেজ ক্রামারিক ও মারিও প্যাসালিক। অন্য একটি ম্যাচে তুরস্ক ১-১ ড্র করেছে আর্মেনিয়ার সঙ্গে।

Latest article