আজ রাজভবনের (RajBhavan) বাইরে সারারাত কাটাতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্পষ্ট করেই জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত তাঁরা ধরনামঞ্চ ছাড়বেন না। অভিষেকের এই ঘোষণার পরেই ধরনামঞ্চের কাছে দেখা গেল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। আজ অভিষেকদের এই কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির সব নেতা-মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-জেলা জুড়ে উদ্ধার ১৬ দেহ
প্রসঙ্গত, ১০০ দিনের কাজের (MGNREGA) বকেয়া-সহ একাধিক সামাজিক প্রকল্পের (social security schemes) টাকা কেন্দ্রীয় সরকারের কাছে বকেয়া রয়েছে। এই অভিযোগ জানিয়ে গত ২ ও ৩ অক্টোবর দিল্লির যন্তরমন্তর ও রাজঘাটে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস (TMC)। কলকাতায় ফিরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রাজভবনের সামনে ধরনার পরিকল্পনা নেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, রাজ্যপাল সিভি আনন্দ বোস বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে চলে গেছেন। হার না মেনেই বৃহস্পতিবার বিকেলে কলকাতার রাস্তায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করলেন তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকরা।
আরও পড়ুন-চোখ অশ্বিনে, কমলা জার্সিতে মহড়ায় ভারত
এদিন নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ করে লেখেন, ‘দিল্লিতে আওয়াজ তোলার পর আমরা বিজেপির জমিদারদের কাছে বিচার চাই! গণতন্ত্রের স্বঘোষিত রক্ষকদের জনগণকে জবাব দিতে আর কতদিন লাগবে? আর কতদিন জনগণের কাছ থেকে পালাবে কেন্দ্রীয় নেতৃত্ব? সময় এগোচ্ছে, অপেক্ষায় আছে বাংলা।’
After raising our voices in Delhi, we seek justice from the ZAMINDARS of BJP!
How long will it take for the self-proclaimed custodians of democracy to answer the people?
For how long will you keep running away from the people?
Clock is ticking. Bengal is waiting. ⏳
— Abhishek Banerjee (@abhishekaitc) October 5, 2023