চিত্তরঞ্জন খাঁড়া: দুপুর দুটোর কাছাকাছি সময়ে পাকিস্তানের টিম বাস এসে দাঁড়াল ইডেন গার্ডেন্সের ক্লাব হাউসের সামনে। গেটের সামনে ব্যারিকেডের ধারে তখন পাক ক্রিকেটারদের লক্ষ্য করে গর্জন। বাবর আজম, শাহিন আফ্রিদিরা বাস থেকে নেমে হাত নাড়তে নাড়তে স্টেডিয়ামে প্রবেশ করলেন। দেখে বোঝার উপায় নেই, এই দলটাই কি না বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার পরপর চার ম্যাচ হেরে বিশ্বকাপ স্বপ্নের কার্যত সলিলসমাধি ঘটিয়েছেন। আসলে কলকাতা পাকিস্তানিদের (Pakistan-Bangladesh) অন্যতম প্রিয় ভেনু। তার উপর সাত বছর পর ইডেনে খেলবে পাক ক্রিকেট দল। শেষ বার ২০১৬ টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচটা তারা এখানেই খেলেছিল। রেজাল্টে অবশ্য কোনও তারতম্য ছিল না। সেই দলের কেউ এবারের ওয়ান ডে দলে নেই। দল বদলালেও তাদের বিশ্বকাপ পারফরম্যান্স বদলায়নি এবারও।
আরও পড়ুন-শ্রীলঙ্কাকে হারিয়ে দৌড়ে টিকে রইল আফগানিস্তান
কাপ ব্যর্থতার জেরে সবার আগে পাক নির্বাচক প্রধানের চাকরি হারানোর খবরও এদিন খবরের শিরোনামে। বাবরদের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার আগেই পিসিবি-র চাপে প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন ইনজামাম উল হক। ভারতে বিশ্বকাপ কভার করতে আসা পাক সাংবাদিকরা বলছেন, বাবরের নেতৃত্ব হারানোটাও সময়ের অপেক্ষা। নতুন অধিনায়ক হিসেবে বোর্ডের পছন্দ শাহিন আফ্রিদি।
এমন একটা ডামাডোলের পরিস্থিতিতে খাতায়-কলমে সেমিফাইনালে খেলার ক্ষীণ আশাটুকু নিয়েও ভাবছেন না ক্রিকেটাররা। নিজেদের বাকি তিন ম্যাচ জিতে অন্যান্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে চায় পাকিস্তান। বাংলাদেশ (Pakistan-Bangladesh) দ্বৈরথের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে হেড কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন বলেই দিলেন, বাকি ম্যাচগুলো জিতে দেশবাসীকে আনন্দ দিতে চাই।
আরও পড়ুন-সিসোদিয়ার ধাক্কা, ইডির তলব কেজরিকে
নেটে নামার আগে পিচ দেখার জন্য কার্যত হুমড়ি খেয়ে পড়েন পাক অধিনায়ক। বাবরের সঙ্গী তখন টিম ডিরেক্টর মিকি আর্থারও। এমনিতে বাবরদের জন্য বাংলাদেশ ম্যাচ কঠিন হওয়া উচিত নয়। কিন্তু চিরকালীন ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান নিয়ে তাদের অতি বড় সমর্থকও যে বাজি ধরার সাহস পাচ্ছেন না! ইডেনে আসার আগে টিম হোটেলে কোচেদের ক্লাসে ‘স্কিল’ সেশন সারেন ক্রিকেটাররা। সেখানে ভুল-ভ্রান্তি নিয়ে আলোচনাও হয়। মাঠে আসার পর নেটে বাবর, রিজওয়ানদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটাচ্ছিল ডিজের সাউন্ড সিস্টেম। একের পর এক উচ্চৈঃস্বরে গান বেজে যাচ্ছিল। বাবরদের আপত্তিতে পাকিস্তান দলের তরফে তা বন্ধ করতে বলা হয়। পাক শিবিরে স্বস্তি দিয়েছে হাসান আলি সুস্থ হয়ে যাওয়ায়। শাদাব খান এদিন নেটে বোলিং করলেও পুরো ফিট নন। ইডেনে অনিশ্চিত তাঁর খেলা। বাংলাদেশও একইরকম চাপে। শাকিব আল হাসানরা সন্ধ্যায় ইডেনে অনুশীলন করেন। পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতের রেকর্ড যাই হোক, জিততে মরিয়া টাইগারবাহিনী। প্র্যাকটিসের পর নেট বোলারদের আবদারে তাঁদের সঙ্গে সেলফি তোলেন বাবর, শাকিবরা।