ভ্রমণপিপাসুদের জন্য এক দারুণ খবর। ভারতের পর্যটকদের আকর্ষণ করার জন্য থাইল্যান্ডে (Thiland VISA) আগামী ৬ মাস লাগবে না ভিসা। নেওয়া হয়েছে এমনই সিদ্ধান্ত। চলতি বছরের ১০ নভেম্বর থেকে ২০২৪ সালের ১০ মে পর্যন্ত ভিসা ছাড়াই ভারতীয়রা ঘুরতে পারবে থাইল্যান্ড। থাইল্যান্ড পর্যটন দফতরের তরফে জানানো হয়েছে সেখানে টানা ৩০ দিন থাকতে পারবেন ভারতীয় পর্যটকরা।
আরও পড়ুন- গাজায় লড়াই চলবে, হুঙ্কার ইজরেয়ালের প্রধানমন্ত্রীর, হামাসকে নাৎসি বলে তোপ রাষ্ট্রসংঘে
সর্বশেষ সরকারি তথ্য অনুসারে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত, থাইল্যান্ডে ২২ মিলিয়ন দর্শনার্থী ছিল। এখনও পর্যন্ত এই বিনামূল্যে ভিসা প্রদানের প্রকল্পটি, একটি পাইলট প্রকল্প হিসাবে চালু করা হচ্ছে। থাইল্যান্ডের (Thiland VISA) অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হল পর্যটন। এখানকার পর্যটনের অন্যতম প্রধান উৎস হল ভারতীয় পর্যটকরা। গত সেপ্টেম্বর মাসে থাইল্যান্ডের মোট ২০ হাজার ভারতীয় পর্যটকের পা পড়েছিল,যা মোট পর্যটকের ২৬ শতাংশ। দ্বিতীয় স্থানে ছিল চিনা পর্যটকরা। সেপ্টেম্বরে ৮ হাজার চিনা পর্যটক বেড়াতে এসেছিলেন থাইল্যান্ডে। আশা করা হচ্ছে বিনামূল্যে ভিসা দেওয়ার ফলে আগামী বছরে পর্যটকের সংখ্যা বেড়ে হবে ৫০ হাজার।